নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ অক্টোবর, ২০২০ :সারদা, রোজভ্যালি, এমপিএসের মতো চিটফান্ড কাণ্ডে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরানো এবং প্রতারকদের শাস্তির দাবিতে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে চিটফান্ড কান্ড নিয়ে প্রধানত ৫টি দাবি রেখেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন…মুখে মাস্ক না থাকলেই, রাস্তায় ধরে করোনা টেস্ট
মুলত সারদা, রোজভ্যালি, এমপিএসের মতো কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে। চিটফান্ড কাণ্ডে বিজেপি সরকারের সঙ্গে তৃণমূলের হাত মিলিয়ে নিয়েছে বলেই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।