সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর ( Life ) খবর বিশ্বাসই হচ্ছে না বিনোদন জগতের। বৃহস্পতিবার সকালে এমন হৃদয়বিদারক খবরটা জানতে পেরে শোকাহত সিদ্ধার্থ শুক্লার অনুরাগীরাও।
মাত্র ৪০ বছর বয়সে এভাবে চলে যাবেন তিনি, তা মানাই যাচ্ছে না।২০২০-র বিগ বস বিজেতার আকস্মিক মৃত্যুর খবরে হতবাক বলিউড ( Life ) থেকে টলিউড, ক্রিকেট থেকে রাজনৈতিক মহল। এদিন সকাল থেকেই বারবার আলোচনায় উঠে আসছে সিদ্ধার্থের নাম।
মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন সিদ্ধার্থ শুক্লা ( Life ) । পরে ইন্টিরিয়র ডিজাইন নিয়ে গ্র্যাজুয়েশন করেন। অ্য়াথলিট হিসাবেও সুনাম ছিল সিদ্ধার্থের, স্কুলে পড়াকালীন ফুটবল ও টেনিসে অংশ নিতেন। ইন্টিরিয়র ডিজাইন নিয়ে গ্র্যাজুয়েশন করার পর একটি সংস্থায় কাজে যোগ দেন সিদ্ধার্থ।
দীর্ঘদিন এই পেশায় যুক্ত ছিলেন। পরে মডেলিং দুনিয়ায় পা রাখেন। ২০০৪ সালে গ্ল্যাড্র্যাগস ম্যানহান্ট এবং মেগামোডেল প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হন সিদ্ধার্থ। সিদ্ধার্থ শুক্লা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাঁর বাবা অশোর শুক্লা ছিলেন সিভিল ইঞ্জিনিয়র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন। মা গৃহবধূ। তাঁর আরও দুই বোন রয়েছে। কেরিয়ারের শুরুর দিকেই ফুসফুসের সমস্যারা কারণে বাবাকে হারিয়েছিলেন অভিনেতা।
গত ২২ অগস্ট রাখি পূর্ণিমার দিন ছোট্ট ভাগ্নীকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। ছবিতে অভিনেতার হাতে একগুচ্ছ রাখি বাঁধা থাকতেও দেখা যায়। ওই দিন তাঁর হাতে রাখি বেঁধেছিলেন অভিনেতার দুই বোন, তাঁদের সঙ্গে হাজির হয়েছিলেন আদরের ভাগ্নী।
বিগ বস ১৩ এর বিজেতা হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। জনপ্রিয় একই সঙ্গে বিতর্কিত এই শোয়ে অংশ নিয়ে সেসময়ও বারবার আলোচনায় উঠে এসেছিলেন সিদ্ধার্থ। বিগ বসের ট্রফি তাঁর হাতে উঠেছিল ঠিকই, তবে বেশিরভাগ সময় বিগ বসের বাড়িতে ঝগড়া করেই শিরোনামে উঠে এসেছিলেন তিনি।
আর ও পড়ুন ভারতীয় মুসলিমদের নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন ( Nasiruddin ) শাহ
হিন্দি টেলিভিশনের ‘বালিকা বধূ’ ধারাবাহিকে সিদ্ধার্থ শুক্লার অভিনয় তাঁর কেরিয়ারে ভীষণই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সেখানে জেলাশাসক শিবরাজ শিখরের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে। সেসময় অভিনেতাকে টেলিপর্দার ‘আদর্শ স্বামী’ হিসাবে মানতেন দর্শকরা।
টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি হলেন সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই। ‘দিলসে দিল তক’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পরে বিগ বসের থাকাকালীন সেই রেশমি দেশাইয়ের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্কই তিক্ততায় পরিণত হয়। সিদ্ধার্থ শুল্কার টেলিভিশন যাত্রা শুরু হয়েছিল ‘বাবুল কা আঙ্গনা ছুটে না’ নামে একটি ধারাবাহিকের হাত ধরে। সেই ধারবাহিকের দৌলতেই টেলি দুনিয়ার দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা।
বিগ বস-১৩ ছাড়াও আর কিছু রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। ‘ঝলক দিখলা যা’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতরোঁ কে খিলাড়ি’র মত জনপ্রিয় শোয়ে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে ‘খতরোঁ কে খিলাড়ি’ সিজন ৭-এর বিজেতা ছিলেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ শুক্লা অভিনয় করেছেন হিন্দি ছবিতেও।সিদ্ধার্থ শুক্লার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, তিনি শেষ পোস্ট করেছিলেন গত ২৪ অগস্ট। আর সেই পোস্ট ছিল চিকিৎসা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কোভিড পরিস্থিতিতে যে ফ্রন্টলাইন যোদ্ধারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেতা।