Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
অমিতাভ থেকে শাহরুখ, বলিপাড়ার কোন তারকার গ্যারেজে

অমিতাভ থেকে শাহরুখ, বলিপাড়ার কোন তারকার গ্যারেজে কী গাড়ি আছে,রইল তার হদিস

অমিতাভ থেকে শাহরুখ, বলিপাড়ার কোন তারকার গ্যারেজে কী গাড়ি আছে,রইল তার হদিস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমিতাভ থেকে শাহরুখ, বলিপাড়ার কোন তারকার গ্যারেজে কী গাড়ি আছে,রইল তার হদিস। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শক মনে। বড়পর্দায় দেখা অভিনেতাদের যাপন সম্পর্কে জানতে চান অনেকেই। তাঁদের শৌখিন এবং বিলাসবহুল জীবনের গতিবিধির খবর চান অনুরাগীরা। তারকাদের বিলাসিতায় মোড়া বাড়ির অন্দরের খোঁজ পাওয়া যায় মাঝেমাঝেই। কিন্তু তাঁদের গ্যারাজে কি কখনও উঁকি দিয়েছেন? কেউ গাড়ি কেনেন পোশাকের মতো করে, কেউ আবার কোনও একটি গাড়ি এক মাসের বেশি চড়েন না। কোন তারকার সংগ্রহে কী কী গাড়ি রয়েছে, রইল তার হদিস।

 

 

অমিতাভ বচ্চন

বলিউডের অন্যতম ধনী অভিনেতা অমিতাভ বচ্চন। ‘জলসা’র গ্যারাজে সার দিয়ে সাজানো রয়েছে বিদেশি নানা সংস্থার গাড়ি। বেশির ভাগ সময়ে অমিতাভ রোলস রয়েস ফ্যান্টমে করে ঘোরেন। এ ছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার্স, পোর্সে কেম্যান এস, মার্সিডিজ় ই৪০-র মতো গাড়ি।

শাহরুখ খান

শাহরুখ খানকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। অভিনেতার রোদচশমা থেকে জুতো— সবেতেই তীক্ষ্ণ নজর অনুরাগীদের। সেই সঙ্গে শাহরুখের গ্যারাজে কী কী গাড়ি রয়েছে, তা-ও জানতে চান অনেকেই। শাহরুখের সংগ্রহে রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ়, বিএমডব্লিউ, অডি, বুগাটি ভেয়রন। যেগুলির দাম প্রায় কয়েক কোটি টাকা।

সলমন খান

বলিপাড়ায় কান পাতলে শোনা যায়, সলমন খান নাকি একটি গাড়ি এক মাসের বেশি ব্যবহার করেন না। এই নিয়ে অবশ্য সলমন নিজে কখনও মুখ খোলেননি। কিন্তু যা রটে, তার কিছুটা তো বটে। বিলাসবহুল গাড়ি ছাড়াও সলমনের বেশ কিছু বাইকও রয়েছে। সলমনের গ্যারাজে শোভা পায় বিএমডব্লিউ এক্স৬, অডি কিউ৭, অডি এ৮, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার ভোগের মতো কিছু শৌখিন গাড়ি।

 

 

 

আরও পড়ুন –  ‘প্রেমিকা’ আসলে পুরুষ! প্রেম সপ্তাহেই প্রতারণা ধরতে পারলেন যুবক,

 

রণবীর সিংহ

গাড়ি চালাতে ভালবাসেন রণবীর সিংহ। ছবির প্রচার কিংবা শুটিং— গাড়ির চালকের আসনে তাঁকে প্রায়ই বসে থাকতে দেখা যায়। রণবীরের গ্যারাজেও রয়েছে নানা রকম গাড়ি। তবে সেখানে থাকা অন্যতম বিলাসবহুল গাড়িটি হল অ্যাস্টন মার্টিন র‌্যাপিড এস। শোনা যায়, জন্মদিনে নিজেকে উপহার দিয়েছিলেন এই গাড়ি। গাড়িটির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

আমির খান

শুধু অভিনয় নিয়ে নয়, গাড়ি নিয়েও বেশ খুঁতখুঁতে আমির খান। মার্সিডিজ় বেঞ্চ এস৬০০-এর মালিক তিনি। মুকেশ অম্বানীও নাকি একই গাড়িতে চড়েন। এ ছাড়াও আমিরের সংগ্রহে রয়েছে রোলস রয়েস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top