কলকাতায় আসছেন মেসি! বহু মানুষের স্বপ্নপূরণ হতে পারে! ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা, কলকাতায় আসছেন লিওনেল মেসি! এমন স্বপ্ন হয়তো অনেকেই দেখেন! যদিও মেসি একবার এসেছেন কলকাতায় আগেও। তবে তখন তিনি বিশ্বজয়ী ছিলেন না। কিছুদিন আগে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন, মেসিকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করবেন। এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নিযেছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর দুটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। তা হলে কি এবার কলকাতায় আসছেন মেসি!
এমিলিয়ানো মার্টিনেজের পর কি কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি? তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল শতদ্রু দত্তের ফেসবুক পোস্টে। কিছুদিন আগেই বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শহরে এনেছিলেন তিনি। তিনি লিখেছেন, তিন সপ্তাহের মধ্যে স্প্যানিশ শেখার জন্য মরিয়া হয়ে উঠেছি। তাঁর সেই ফেসবুক পোস্ট ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। তবে শতদ্রু দত্ত এই ব্যাপারে এখনও খোলসা করে কিছু বলেননি। তাঁর দ্বিতীয় পোস্ট ঘিরেও জল্পনার পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই নিয়ে শতদ্রু দত্ত এখনও পরিষ্কার করে কিছু জানাননি। ফুটবল ভক্তরা অবশ্য এখন থেকেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন।
আরও পড়ুন – তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় আনার উদ্যোগ নিযেছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এবার তাঁর দুটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। তা হলে কি এবার কলকাতায় আসছেন মেসি! এমিলিয়ানো কলকাতায় এসে ফুটবলের প্রতি বাঙালির আবেগ দেখে মুগ্ধ হয়েছিলেন। এয়ারপোর্ট থেকে শুরু করে, মোহনবাগান মাঠ বা মিলন মেলা প্রাঙ্গন, সব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। অভিভূত মার্টিনেজ, কথা দিয়েছিলেন শহরে আনবেন মেসিকে। কলকাতা থেকেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল মেসির। বিশ্বকাপ জেতার পর মেসিকে নিয়ে আবেগ ফুটবলের মক্কায় যে বহুগুণ বেড়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। মেসিকে একবার সামনে থেকে দেখতে মুখিয়ে থাকবেন সাধারণ ফূটবলপ্রেমীরা। আর সেই জন্যই শতদ্রু দত্তের পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।