Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কাঁথিতে দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা

লোকসভায় কাঁথিতে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী? দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা

লোকসভায় কাঁথিতে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী? দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

লোকসভায় কাঁথিতে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী? দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা , লোকসভা ভোট আসতে এখনও ঢের দেরি। অথচ শুভেন্দু অধিকারীর (Suvendi Adhikari) নামে দেওয়াল লিখন সারা। খেজুরি বিধানসভার ভগবান-২ ব্লকের বড়বড়িতে এমনই ছবি ঘিরে জোর শোরগোল। দেওয়ালে লেখা হয়েছে, ‘কাঁথি লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendi Adhikari) পদ্ম চিহ্নে ভোট দিন।’ পাশে পদ্মর ছবি আঁকা। কেন এমন দেওয়াল লিখন। রবিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) । তার সেই মন্তব্যের পর এমন ঘটনা সামনে আসতেই অনেকে দু’য়ে দু’য়ে চার করছেন।

 

 

 

 

 

 

কুণাল ঘোষ (Kunal Ghosh) রবিবার বলেছিলেন, “গোটা পূর্ব মেদিনীপুর জেলায় গোহারা হেরেছে। শুভেন্দু (Suvendu Adhikari) বলেছে লোকসভায় নাকি ও দেখে নেবে। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি ওর যদি ক্ষমতা থাকে ও ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করুক লোকসভা ভোটে ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। তোমার ক্ষমতা থাকলে তুমি বলো তুমি লড়বে। আমাদের গাছ, পাথর দাঁড় করিয়ে জিতিয়ে আনব।”

 

 

 

 

আরও পড়ুন –   ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, রামনবমী অশান্তি মামলা নিয়ে এনআইএর কাছে…

 

 

 

 

যদিও এই দেওয়াল লিখন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যে লিখেছে তাঁকে প্রশ্ন করুন। ওটা যে তৃণমূল লেখেনি তার কী মানে আছে? তৃণমূলের অনেকেই তো চাইছে আমি বিধানসভা ছেড়ে দিল্লি পালাই।” যদিও শুভেন্দু এ কথা বললেও যিনি দেওয়াল লিখন করেছেন, সেই শুভাশিস পণ্ডিতের বক্তব্য, “আমরা লিখেছি, কারণ আমরা শুভেন্দুবাবুকে চাইছি। আমরা ওনাকে দেখেই রাজনীতিতে এসেছি। শুভেন্দুবাবু ছাড়া আমাদের কোনও গতি নেই। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র শুভেন্দুবাবু লড়ছেন, তাঁর সঙ্গী হয়ে আমরা লড়ছি। তাই লোকসভার প্রার্থী হিসাবে ওনার নামটা আমরা প্রথম ঘোষণা করেছি।”

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top