নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর, ১৬ অক্টোবর, ২০২০:পুজোর আগে ফাস্টফুড সেন্টার খাবারের গুণমান পরীক্ষা করতে বেরিয়ে ফাস্টফুড সেন্টার কর্মচারী হাতে আক্রান্ত পূর্ব মেদিনীপুর জেলার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর । মেচেদা এক ফুড সেন্টারে তলব করতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়ে এক্সপায়ের হয়ে যাওয়া প্রচুর দ্রব্য। অন্যদিকে আরও ফাস্ট ফুড সেন্টারে ঢুকলে বিনা লাইসেন্সে হোটেল থেকে উদ্ধার হয় বিলেতি মদ। সেই মদ বাজেয়াপ্ত করেন জেলা ফুড দপ্তর।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে জেলা ফুড দপ্তরে হানা দিলেন জেলার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পুজোর আগে ফাস্টফুড সেন্টার গুলোর যাতে গুণমান খাওয়ার দব্য সরবরাহ করে তারই জন্যে হানা বলে জানান ফুড দপ্তরের আধিকারি মেনু কুন্ডু। মেচেদা এক ফুড সেন্টারে ঢুকতেই চক্ষু চড়কগাছ। ফ্রিজ থেকে বের হচ্ছে একের পর এক এক্সপায়ার হয়ে যাওয়া দব্য ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। ফুড দপ্তরের আধিকারিকদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে ওই ফাস্টফুড সেন্টার এর কর্মচারীরা। এরপর ফাস্টফুড সেন্টার থেকে বের হতেই পূর্ব মেদিনীপুর জেলা ইনফোর্সমেন্ট ইন্সপেক্টার কে হেনস্তা করেন বলে অভিযোগ। এরপর ফুড দপ্তর এবং ইনফোর্সমেন্ট ইন্সপেক্টার কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কোলাঘাট একটি হোটেলে হানা দেন জেলা ফুড দপ্তর। ওই হোটেলেও ফিজ খুলতে চক্ষু চড়কগাছ।
আরও পড়ুন…অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪
বিনা লাইসেন্সে হোটেল থেকে উদ্ধার বিলেতি মদ। সেই মদ বাজেয়াপ্ত করেন জেলা ফুড দপ্তর। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।