সুখবর! আজ থেকেই দাম কমছে গ্যাস সিলিন্ডারের

সুখবর! আজ থেকেই দাম কমছে গ্যাস সিলিন্ডারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সুখবর! আজ থেকেই দাম কমছে গ্যাস সিলিন্ডারের ,গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম কমছে। এবার এক ধাক্কায় ৮৯.৫০ টাকা কমছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে এই দাম কমছে কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দাম কমছে। তবে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কমছে না। অর্থাৎ গার্হস্থ্য ১৪.২ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

 

 

 

 

 

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলে স্বাভাবিকভাবেই কিছুটা হাঁফ ছেড়ে বাঁচত মধ্যবিত্ত। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পাওয়ায় যেমন শিল্প-কারখানা ও হোটেল ব্যবসায় যুক্ত ব্যক্তিরা খানিক স্বস্তি পেলেন, তেমন মধ্যবিত্তের জন্যও এটা কিছুটা স্বস্তিদায়ক বলা চলে। কেননা, মধ্যবিত্ত শ্রেণিরই অনেকে হোটেল ব্যবসা এবং এলপিজি চালিত গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির মধ্যে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ৯০ টাকা হ্রাস পাওয়ায় অনেকটাই স্বস্তি পেলেন তাঁরা। এছাড়া বাণিজ্যিক গ্যাসের দাম হ্রাস পাওয়ায় এলপিজি চালিত গাড়ির ভাড়া বৃদ্ধিরও এখনই সম্ভাবনা থাকছে না। যা নিত্যযাত্রীদের জন্য স্বস্তিদায়ক। তবে এবার ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কবে হ্রাস পাবে, সে দিকেই তাকিয়ে গৃহস্থরা।

 

 

আরও পড়ুন –   হাওড়ার সঙ্গে জুড়ছে আমতলা, সরাসরি জুড়বে পুরী, দিঘাও, উদ্বোধন নতুন বাস টার্মিনাসের

 

 

সূত্রের খবর, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার (LPG) এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার (RSP) এর কলকাতায় বর্তমান দাম ছিল ২,২১৫ টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারেরই দাম ৮৯.৫০ টাকা কমছে। ফলে কলকাতায় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজির LPG ও RSP গ্যাস সিলিন্ডারের নতুন দাম কমে দাঁড়াল ২,১৩২ টাকা। আজ, ১ এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে গার্হ্যস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডার (LPG)-র দাম কমছে না অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থাকছে ১,১২৯ টাকা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top