Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ভোট মিটতেই দাম বাড়ল রান্নার গ্যাসের,

ভোট মিটতেই দাম বাড়ল রান্নার গ্যাসের, মাসের শুরুতেই বড় ধাক্কা।

ভোট মিটতেই দাম বাড়ল রান্নার গ্যাসের, মাসের শুরুতেই বড় ধাক্কা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোট মিটতেই দাম বাড়ল রান্নার গ্যাসের, মাসের শুরুতেই বড় ধাক্কা। পকেটে আর আগুন নয়, এবার দাবানলই বলা চলে! সাধারণ মানুষের ওপর আরও ভয়ঙ্কর বোঝা চাপানো হল! ফের একবার, একলাফে ৫০ টাকা বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম! ভারতে ফের নতুন ইতিহাস গড়ল LPG’র দাম! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের ( LPG ) দাম। ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা।

 

 

 

আগে কবে বেড়েছিল দাম

২০২২-এর ৬ জুলাই রান্নার গ্যাসের দাম বেড়েছিল। ২০২২-এর ৭ মে, ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। ২০২২ সালেই ৭ মাসের মধ্যে ৪ বার বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম! ২০২০ সালের ডিসেম্বরে, রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা।

 

কত দাম বাড়ল রান্নার গ্যাসের

৭ মাস পর দাম বাড়ল রান্নার গ্যাসের ( Cooking Gas ) । একইসঙ্গে বেড়েছে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৩৫২ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান। এই বছরের শুরু থেকে দাম বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ে ২৪ টাকা করে। জানুয়ারি থেকেই ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। আবার তা বাড়ল।

 

 

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম

দিল্লিতে বাণিজ্যিক এলপিজির দাম 1769 টাকা থেকে বেড়ে 2119.50 টাকা হয়েছে।
মুম্বইতে বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি 1721 টাকা থেকে বেড়ে 2071.50 টাকা হয়েছে।
কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম 1869 টাকা থেকে বেড়ে 2219.50 টাকা হয়েছে।
চেন্নাইতে বাণিজ্যিক এলপিজির দাম 1917 টাকা থেকে বেড়ে 2267.50 টাকা হয়েছে৷

 

আরও পড়ুন –  মামলা করেছিলেন শুভেন্দু,পঞ্চায়েত ভোট ঘোষণার ওপর অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি

 

দিল্লিতে ঘরোয়া ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1053 টাকা থেকে বেড়ে 1103 টাকা হয়েছে।
মুম্বইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম সিলিন্ডার প্রতি 1052.50 টাকা থেকে বেড়ে 1102.50 টাকা হয়েছে।
কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1079 টাকা থেকে বেড়ে 1129 টাকা হয়েছে।
চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1068.50 টাকা থেকে বেড়ে 118.50 টাকা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top