চাঁদের এক্কেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না, চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ল লুনা-২৫। ভেঙে পড়ল লুনা-25। চাঁদের এক্কেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না রাশিয়ার প্রথম চন্দ্র অভিযানের। চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে যানটি। আর এক ধাপ পেরোলেই চাঁদ ধরে ফেলত নিশ্চিত। কিন্তু, না। হল না। গতি বাড়াতে গিয়েই হয়তো হল এমন একটা বিপদ। সোমবার অর্থাৎ 21 অগস্টই চাঁদের মাটি ছুঁয়ে ফেলত যানটি। তার আগেই বেশি তাড়াহুড়োতে গতি বাড়াতে গিয়েই বাড়ল বিপদ। চাঁদের শেষ কক্ষপথেই থমকে থেমে গেল রুশ চন্দ্রযান লুনা-25। তার অবস্থান সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা যায়নি। রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস এই তথ্য জানিয়েছে। গত 47 বছরে এটাই ছিল রাশিয়ার প্রথম চন্দ্র অভিযান। তবে সাফল্য রয়ে গেল অধরা।
তবে কি গতি অনেক বেশি ছিল?
রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি (স্টেট স্পেস কর্পোরেশন রোসকোসমস) আনুষ্ঠানিকভাবে লুনা 25-এর চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। রবিবার রাশিয়ান মহাকাশ সংস্থা যানটির আছড়ে পড়ার কারণ হিসেবে জানিয়েছে, চাঁদে মহাকাশযানের অবতরণের সময় কিছু গোলযোগের কারণে সংস্থার সঙ্গে যোগাযোগ হারিয়েছিল। আর তারপরেই যানটি নিজের পথ থেকে সরে যায়। যার ফলে এটি চন্দ্রপৃষ্ঠে ধাক্কা খাওয়ার পরে এর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি।
Russia's Luna-25 spacecraft has crashed into the moon, reports Germany's DW News citing space corporation Roskosmos pic.twitter.com/ZtxYkFHUp2
— ANI (@ANI) August 20, 2023
19 অগস্ট, চন্দ্রপৃষ্ঠে লুনা-25 অবতরণের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মস্কোর সময় আনুমানিক 14:57 এ, লুনা-25 পৃথিবীর মহাকাশ সংস্থার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। Roscosmos স্টেট স্পেস কর্পোরেশন তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, 20 অগস্ট যানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া পায়নি রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি।
আরও পড়ুন – বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ, ডেঙ্গি ঠেকাতে যা খাবেন…
একদিকে যেখানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) মিশন চন্দ্রযান-3 নিয়ে ভারতে দেশবাসীর উৎসাহ বাড়ছে, অন্যদিকে রাশিয়ার চন্দ্র অভিযানে বড়সড় ধাক্কা লেগেছে। প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে যে, রাশিয়া থেকে আসা মহাকাশযান লুনা-25 অবতরণের সময় মহাকাশ সংস্থার সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলা হচ্ছে,অবতরণের ঠিক আগে মহাকাশ সংস্থা মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লুনা-25 সোজা গিয়ে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়। তবে কি সফট ল্যান্ডিং করার জন্য যতটা গতির প্রয়োজন ছিল,তার থেকে অনেক বেশি গতিতে এগিয়ে যাচ্ছিল লুনা-25?