Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
আজ থেকে বন্ধ মা উড়ালপুল, জানুন বিস্তারিত ,

আজ থেকে বন্ধ মা উড়ালপুল, জানুন বিস্তারিত

আজ থেকে বন্ধ মা উড়ালপুল, জানুন বিস্তারিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ থেকে বন্ধ মা উড়ালপুল, জানুন বিস্তারিত , পুজোর আগেই সারাইয়ের কাজ হবে। এই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু, মিলছিল না কলকাতা ট্র্য়াফিক পুলিশের। অবশেষে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার (Maa Flyover Repair Work), মা-এর ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু হচ্ছে মঙ্গলবার রাত থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্ট ট্র্যাফিক গার্ডের তরফে দেওয়া হয়েছে অনুমতি। মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চলবে কাজ। এই সময় উড়ালপুলে সম্পূর্ণভাবে যান চলচল বন্ধ রাখা হবে বলে খবর। খবর কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ সূত্রে (KMDA)।

 

 

 

 

 

শেষে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে অনুমোদন পাওয়ার পরেই KMDA-এর তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। KMDA সূত্রে খবর, রাস্তা সারাইয়ের পাশাপাএশি সিসিটিভি এবং কিছু বৈদ্যুতিন কাজও চলবে এই কদিন। বৃহস্পতিবার রাতে মা ফ্লাইওভার থেকে রুবির দিকে নামার র‍্যাম্প এবং সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার ওঠার র‍্যাম্পের কাজ হবে বলে জানা যাচ্ছে।

 

 

 

আরও পড়ুন –  নবগ্রামে পুলিশ লকআপে কীভাবে মৃত্যু, তদন্তভার নিল সিআইডি

 

 

 

 

 

প্রসঙ্গত, শহরের এই ব্যস্ততম উড়ালপুলের একাধিক জায়গা খানাখন্দে ভরে গিয়েছে, যান চলাচলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে চলছে সমস্যা। বাড়ছে যানজট। প্রাণ হাতে করে উড়ালপুলে উঠছেন শহরবাসী। তাই সারাইয়ের দাবি অনেক আগের। কাজ করতে উদ্যোগীও হয়েছিল কেএমডিএ। কিন্তু, দীর্ঘ সময় মা উড়ালপুল বন্ধ করে কাজ করলে আশপাশের রাস্তার উপর যানবাহনের চাপ অনেকটা বেড়ে যাবে। বাড়বে যানজট। সেই আশঙ্কাতেই কলকাতা ট্র্য়াফিক পুলিশের তরফে দেওয়া হচ্ছিল অনুমতি। তবে সারাইয়ের যে প্রয়োজনীয়তা রয়েছে তা মানছিল সব মহলেই। এ বিষয়ে কেএমডিএ-র আধিকারিকদের সঙ্গে ট্র্য়াফিক কর্তাদেরও কয়েকবার বৈঠকও হয় বলে খবর। তারপরেই মেলে রফা সূত্র।

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top