শিবরাত্রির দিন থেকে এই ৪ রাশির দীর্ঘদিনের কাজে আসবে সুফল, আসবে অঢেল টাকা পয়সা , জেনে নিন কোন কোন রাশি ?গ্রহ-নক্ষত্রের যোগে মহাশিবরাত্রি থেকে বদলে যেতে পারেন ভাগ্য়ও। কোন কোন রাশির জাতক-জাতিকারা শিবের আশীর্বাদপ্রাপ্ত হবেন, আর মাত্র কয়েকটি দিন। তারপরেই পালিত হলে মহাশিবরাত্রি, যেদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। কারণ, হিন্দুদের বিশ্বাস, এই দিনে বিশেষ পুজো করলে ভক্তরা শিবের অপার আশীর্বাদ পেয়ে থাকেন। এ বছর আগামী ১৮ ফেব্রুয়ারি সারাদেশে মহাশিবরাত্রির উত্সব পালিত হবে। শিবরাত্রির শুভ উপলক্ষে বিভিন্ন স্থানে মহাদেবের শোভাযাত্রা বের করা হয়। বম ভোলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। এই দিনে রয়েছে বেশ কিছু শুভ ও বিরল যোগও। তাই গ্রহ-নক্ষত্রের যোগে মহাশিবরাত্রি থেকে বদলে যেতে পারেন ভাগ্য়ও।
কোন কোন রাশির জাতক-জাতিকারা শিবের আশীর্বাদপ্রাপ্ত হবেন, তা জেনে নিন…
মহাশিবরাত্রিতে কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন
কর্কট রাশি – এই রাশির জাতকরা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন শীঘ্রই। এদিন পছন্দের গাড়ি কিনতে পারেন। কাজে সাফল্য আসবে ও দাম্পত্য জীবনও ভালো কাটবে। পরিবারের পূর্ণ সমর্থন থাকবে। এই রাশির জাতকদের জন্য এই উপবাস শুভ হতে চলেছে।
বৃশ্চিক রাশি– এই রাশির জাতকদের জন্য সময়টি ভালো যাচ্ছে। চাকরির জন্য ভালো। দাম্পত্য জীবন কাটবে ভালো। অর্থ সংক্রান্ত লাভ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
ধনু রাশি – এই ব্যক্তিদের অর্থনৈতিক দিক ভালো যাবে। ভাগ্যের সার্বিক সহযোগিতা থাকবে। অন্যদিকে, মীন রাশির জাতকদের জন্য এই সময়টি বরের মতো হতে চলেছে।সমাজে আপনি আরও সম্মান পাবেন। সমাজে সুনাম বাড়বে।
আরও পড়ুন – রুমের ভিতর তালাবন্ধ করে মারধর হোটেল কর্মীর। বিলাসপুরে OYO হোটেলের ঘটনা
মেষ রাশি- এই রাশির জাতকরা বিশেষ ও শুভ ফল পাবেন। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চাকরি ও ব্যবসায় অগ্রগতি পাবেন। বিবাহিত জীবন সুখের হবে। নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )