মহারাষ্ট্রে ( Maharashtra ) ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেলটা প্লাস ধরন

মহারাষ্ট্রে ( Maharashtra ) ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেলটা প্লাস ধরন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Maharashtra
মহারাষ্ট্রে ( Maharashtra ) ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেলটা প্লাস ধরন
ছবি সংগ্রহে সাইন টিভি

 

করোনার ডেলটা ধরন ভারতকে রীতিমতো বিপর্যস্ত করেছিল। ডেলটা ধরন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এবার মহারাষ্ট্রে ( Maharashtra ) ছড়িয়ে পড়তে শুরু করেছে ডেলটা প্লাস ধরন।

 

চলতি মাসে জনবহুল এই রাজ্যটিতে ৪৫ জনের শরীরে ডেলটা প্লাস শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে ( Maharashtra ) করোনার ডেলটা প্লাস ধরন ছড়িয়ে পড়ার এ খবর জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।

 

করোনার ডেলটা প্লাস ধরন শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে ১৩ জন জলগাঁও এবং ১১ জন রত্নগিরি জেলার।  এ ছাড়া বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ছয়জনের শরীরে ডেলটা প্লাস শনাক্ত হয়েছে। থানে ও পুনে জেলায় শনাক্ত হয়েছে যথাক্রমে ছয়জন ও পাঁচজনের।

 

আর ও পড়ুন    উত্তবঙ্গের ( Northbengal ) ঐতিহ্য টয়ট্রেন উঠছে দাড়িপাল্লায়

 

বাকিরা রাজ্যের অন্যান্য জেলার বাসিন্দা। রোববার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, জিনোম সিকোয়েন্সের জন্য পরীক্ষাগারে পাঠানো করোনার ৮০ শতাংশ নমুনায় ডেলটা প্লাস ধরনের উপস্থিতি রয়েছে।

 

করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন ছড়িয়ে পড়তে শুরু করেছে রাজ্যটিতে। এ বিষয়ে মহারাষ্ট্রের ( Maharashtra ) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিয়েছে। তবে করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। প্রতিনিয়ত এই ভাইরাস রূপ বদলাচ্ছে। সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে।

 

উল্লেখ্য,  করোনার ডেলটা প্লাস ধরন শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে ১৩ জন জলগাঁও এবং ১১ জন রত্নগিরি জেলার।  এ ছাড়া বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ছয়জনের শরীরে ডেলটা প্লাস শনাক্ত হয়েছে। থানে ও পুনে জেলায় শনাক্ত হয়েছে যথাক্রমে ছয়জন ও পাঁচজনের।

 

RECOMMENDED FOR YOU.....