৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ২ টাকা ৪৯ পয়সা লাভ

৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ২ টাকা ৪৯ পয়সা লাভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ২ টাকা ৪৯ পয়সা লাভ, মহারাষ্ট্রের শোলাপুরে মানসিক আঘাতে জর্জরিত এক কৃষক। তিনি জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন। কিন্তু ভাবতেও পারেননি এরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবেন। তিনি ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ২ টাকা ৪৯ পয়সা লাভ করেছেন। এই আঘাত কী করে সামলাবেন, বুঝতে পারছেন না এই পেঁয়াজচাষি।

 

 

 

তাঁর মতে শস্যের ভাল দামের পাশাপাশি পেঁয়াজচাষিদের উপযুক্ত ক্ষতিপূরণও পাওয়া দরকার। তবে তাঁর দাবি মানতে নারাজ ওই ব্যবসায়ী। উল্টে তাঁর দাবি, রাজেন্দ্র যে পেঁয়াজ এনেছিলেন বাজারে তার গুণমান ভাল ছিল না। তাই তিনি যথেষ্ট দাম পাননি। এর আগে ৪০০ ব্যাগের বেশি পেঁয়াজ তিনি রাজেন্দ্রর কাছ থেকে কিনেছেন অনেক বেশি দামে, দাবি ওই ব্যবসায়ীর।

 

আরও পড়ুন –সাগরদিঘিতে ‘অবাধ ভোট হলে বিজেপির জয় নিশ্চিত’, জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

৬৩ বছর বয়সি ওই কৃষিজীবীর নাম রাজেন্দ্র চহ্বন। তিনি থাকেন শোলাপুর জেলার বড়শি তহশিলে। জানিয়েছেন শোলাপুর বাজারে বিক্রি করতে এসে তিনি কেজিপ্রতি পেঁয়াজের দর পেয়েছেন মাত্র ১ টাকা। এর পর চাষের খরচাপাতি বাদ দিয়ে তাঁর হাতে লভ্যাংশ রয়েছে আড়াই টাকারও কম। ৫ কুইন্টালের বেশি পেঁয়াজ ধরে এমন ১০ ব্যাগ তিনি পাঠিয়েছিলেন শোলাপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ীর কাছে। ১ কুইন্টালের দাম সেখানে ধার্য হয় মাত্র ১০০ টাকা। দিনের শেষে ৫১২ কেজি পেঁয়াজ বেচে তাঁর হাতে ছিল ৫১২ টাকা। যার মধ্যে তাঁর লভ্যাংশ ২ টাকা ৪৯ পয়সা। তাঁর প্রশ্ন, এরকম চললে আমরা বাঁচব কী করে?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top