পুজোর আগে বাড়িতেই বানিয়ে ফেলুন জেল্লাদার এই ফেসপ্যাক

পুজোর আগে বাড়িতেই বানিয়ে ফেলুন জেল্লাদার এই ফেসপ্যাক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৯ অক্টোবর, ২০২০ :কোরোনার কারণে অনেকেই এই সময় পার্লারে যেতে চাইছেন না। অথচ সামনেই পুজো। এই সময় একটু নিজেকে সুন্দর করে তুলতেই হয়। তাই আর পার্লারে যেতে হবে না। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন এই ফেসপ্যাক। আর পেয়ে যাবেন জেল্লাদার ত্বক। একনজরে জেনে নিন কিভাবে বানাবেন এই ফেসপ্যাক।

উপকরণ কি কি লাগবে জেনে নিন…

১)  গ্লিসারিন: আধা চামচ,

২) আমন্ড তেল: ২ চামচ,

৩) গোলাপ জল: ১ চামচ,

৪) অ্যালোভেরা জেল: ৩ চামচ,

৫) ভিটামিন ই ক্যাপসুল: ৩টি,

তৈরির করার পদ্ধতি জেনে নিন –

অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল এবং ২ চামচ আমন্ড তেল একটি পাত্রে নিয়ে ভাল ভাবে মিশিয়ে একটা পরিষ্কার কৌটোয় রেখে দিন। যদি আপনার ত্বক রুক্ষ হয়, তাহলে এই সিরামে বাকি সব উপকরণের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

ব্যবহার করার পদ্ধতি জেনে নিন –

এই সিরাম দিনে বা রাতে ব্যবহার করতে পারেন। এই ফেসিয়াল সিরামে কোনও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করা হয়নি বলে এটি ত্বকের জন্য নিরাপদ এবং বাজারে উপলব্ধ যে কোনও সিরামের তুলনায় অনেক সাশ্রয়ী। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে।

আরও পড়ুন…আই পি এলে আজকে মাঠে নামছে দিল্লি-রাজস্থান

তবে অবশ্যই যদি আপনার স্কিন এর সমস্যা থাকে তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top