তথ্য ফাঁস! ভাইরাল হওয়াই কাল হল হাবড়ার মাখাকাকুর?

তথ্য ফাঁস! ভাইরাল হওয়াই কাল হল হাবড়ার মাখাকাকুর?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তথ্য ফাঁস! ভাইরাল হওয়াই কাল হল হাবড়ার মাখাকাকুর? ঘাস হোক বা অন্য কোনও সবজি, যাই দেওয়া হয় তা দিয়েই দিব্যি তৈরি করে ফেলছেন মাখা। হাবড়ার মাখা কাকু রাতারাতি লাইমলাইটে এসেছিলেন। কিন্তু, ইউ টিউবারদের ‘উৎপাতে’ রীতিমতো নাভিশ্বাস উঠতে শুরু করে তাঁর। এমনকী, শেষমেশ তাঁকে ডাক্তারও দেখাতে হয়, এবার এমনটাই জানালেন তিনি। বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর মাহসান স্বপ্নের কাছে সম্প্রতি তিনি জানিয়েছেন ফেম পাওয়ার বিড়ম্বনার কথা l

 

 

 

 

 

 

সম্প্রতি মাহসান স্বপ্নকে তিনি জানান, কিছু ইউ টিউবারদের মিথ্যে প্রচার এবং উপদ্রবে রীতিমতো নাজেহাল দশা হয় তাঁর। এমনকী, অসুস্থও হয়ে পড়েন তিনি। বর্তমানে একাধিক ওষুধ খেতে হচ্ছে তাঁকে। রবীন জানান, কিছু ইউ টিউবার তাঁর নিষেধ সত্ত্বেও ভিডিয়ো তৈরির জন্য নাছোড়বান্দা ব্যবহার করতেন।

 

 

 

 

তিনি আরও জানান, তাঁর মাখা সবজি খেয়ে কারও কোনও সমস্যা হয়নি। ঘাস মাখা খেলেও তা শরীরের জন্য অপকারী নয় বলেই দাবি তাঁর। এমনকী, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে তাঁর ব্যবসাও লাটে উঠতে বসেছিল বলে দাবি করেছেন তিনি।মাখাকাকুর দাবি, তিনি আর কোনও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরকে দোকানে কোনও সাক্ষাৎকার দেন না। কেউ নাছোড়বান্দা ব্যবহার করলে তিনি তাঁদের থেকে দুই হাজার টাকা চান। এই অর্থের কথা শুনে পালিয়ে যান অনেকেই।হাতে গোনাগুনতি যাঁদের সাক্ষাৎকার রবীন দেন তাঁদের ডেকে নেন বাড়িতেই। তাঁর কথায়, স্কুলের সামনে দোকানে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে কিছু প্রশাসনিক বাধা রয়েছে।

 

 

 

 

 

উল্লেখ্য, গত বছর তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় ঝিঙে, পটল, পেপে, ঢ্যাড়স, লাউ সহ বিভিন্ন ধরনের সবজি মেখে দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, কোল্ড ডিঙ্কে ম্যাগি মেখেও খাওয়াতে দেখা যায় তাঁকে।

 

 

 

 

আরও পড়ুন –  কলকাতার আকাশে একাধিক ভিনদেশি যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে কৌতুহলী জনতা

 

 

দূর দূরান্ত থেকে মানুষজন আসত তাঁর মাখা সবজি খেতে। কিন্তু, অপপ্রচারে তাঁর ব্যবসা লাটে উঠতে বসে। নতুন করে তিনি ব্যবসা শুরু করেছেন। কিন্তু, ইউ টিউবারদের ছত্রছায়া থেকে বাঁচতে তিনি এখন বিস্তর ‘সাবধানী’। হাবড়ার বানী নিকেতন হাই স্কুলের সামনে তিনি এই মাখা স্টল দিয়েছিলেন। তাঁর কাঁচা সবজি মাখার পদ্ধতি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top