ED-র বিরুদ্ধে মলয় ঘটকের আর্জি শোনা হল না দিল্লি হাইকোর্টে , দিল্লি হাইকোর্টে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের মামলার শুনানি হল না। কয়লা পাচার-কাণ্ডে প্রথম থেকেই সামনে এসেছিল মন্ত্রী তথা আসানসোলের এই বিধায়কের নাম। বৃহস্পতিবার এই মামলা থাকলেও হাইকোর্টের বিচারপতি অনীশ দয়াল এই আবেদন শোনেননি। আগামী ১২ এপ্রিল অন্য বেঞ্চে হবে শুনানি। কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বারবার নোটিস দেওয়া হয়েছে মলয় ঘটককে। সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, এর মধ্যে আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। ১২ এপ্রিল শুনানিতে মলয় ঘটকের হয়ে সওয়াল করবেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা আর ইডির আইনজীবী হিসেবে থাকবেন অ্যাডিশনাল সলিস্যিটর জেনারেল এসভি রাজু।
কয়লা পাচার-কাণ্ডে প্রথম থেকেই সামনে এসেছিল মন্ত্রী তথা আসানসোলের এই বিধায়কের নাম। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসেবে মলয় ঘটকের কোনও ভূমিকা ছিল কি না, তিনি কোনওভাবে লাভবান হয়েছিলেন কি না, কোনও রকম প্রভাব খাটিয়েছিলেন কি না, সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকেরা।
আরও পড়ুন – ‘কালীঘাটের কাকু’র সঙ্গে সম্পর্ক আছে আপনার? শুনে মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি করে কী…
গত ২৯ মার্চ ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন মলয় ঘটক। তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। তারপরও বারবার নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে তাঁকে। তাঁকে যাতে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, পাল্টা তাদের তরফেও বিভিন্ন তথ্যপ্রমাণ পেশ করে জানানো হবে ঠিক কী কারণে মলয় ঘটককে একাধিকবার সমন পাঠানো হচ্ছে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )