উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন বন্ধ বাস, কালও কি বন্ধ থাকবে? আশঙ্কায় পরীক্ষার্থীরা ,দুই বাস মালিক (Bus Association) সংগঠনের রেষারেষি। অভিযোগ, তার জেরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিন বন্ধ রইল বেসরকারি বাস। এই ঘটনায় ক্ষুব্ধ শহরের মানুষ। এমন ঘটনাকে দায়িত্বজ্ঞানহীনতা বলেই মনে করছেন তাঁরা। যদিও এই ঘটনায় দুই সংগঠন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে দায় ঝাড়তে মরিয়া। অভিযোগ, মালদহ-চাঁচলে অবৈধভাবে একটি বাস আটকে রাখা হয়। পুলিশ থেকে পরিবহণ দফতর, সব জায়গায় জানানো হলেও বাস ছাড়া হয়নি বলে অভিযোগ। মালদহ জেলায় একাধিক বাস মালিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে গৌড়বঙ্গ বাস মালিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি বাস চাচলে আটকে রাখার অভিযোগ উঠেছে অন্য এক বাস মালিক সংগঠনের বিরুদ্ধে। তারই প্রতিবাদে কয়েকদিন ধরে চাচল রুটে গৌড়বঙ্গ বাস মালিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তারপরও সমস্যার সমাধান না হওয়ায় সোমবার থেকে জেলা জুড়ে ওই বাস মালিক সংগঠন সমস্ত বাস বন্ধ করে দিয়েছে।
গৌড়বঙ্গ বাস মালিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত চক্রবর্তী বলেন, “আমরা সুষ্ঠুভাবে সংগঠন করি বলে সকলে আমাদের সঙ্গে থাকতে চায়। ওদের সংগঠন ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তাই আমাদের বাস বন্ধ করেছে। আমরা চাঁচল থানা থেকে আরটিও অফিস, সকলকে জানিয়েছি। তবে এখনও আমাদের গাড়ি ছাড়েনি, আটকে রেখেছে। তাই আমরা জেলাজুড়ে গাড়ি বন্ধ করেছি। আমাদের গাড়ি ছাড়িয়ে দিক পুলিশ এটাই অনুরোধ। প্রগ্রেসিভের লোকেরা এসব করছে।”
তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই মালদা প্রগ্রেসিভ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিবেক দাস বলেন, “আমাদের সংগঠনের নীতিই হল বনধে্র বিরোধিতা। কোনও গাড়ি আমরা বন্ধ রাখতেও বলিনি। যদি কোনও গাড়ি বন্ধ থাকে হয়ত পারমিটের কিছু ব্যাপার থাকতে পারে। হয়ত গ্যাপে গাড়ি চলতে পারে। কেন গাড়ি চালাচ্ছে না তা তো আমরা বলতে পারব না। আমাদের কোনও দায় নেই এখানে। আমাদের নাম করে বললে সেটা মিথ্যা। তার দায়িত্ব আমাদের নেই। আমাদের বাস চলবে।”
আরও পড়ুন – পরীক্ষায় কী করণীয় আর কী করণীয় নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বার্তা সংসদের
এদিকে মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার একদিন আগে জেলার প্রতিটি রুটে প্রায় ৬০টি বাস বন্ধ হয়ে পড়ায় অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রশাসনের তরফ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় অতিরিক্ত বাস চালানো হয় প্রতিটি রুটে। কিন্তু পরীক্ষার একদিন আগেই মালদহের প্রতিটি রুটে বাস বন্ধের জেরে ছাত্র-ছাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। যদিও আন্দোলনকারী বাস সংগঠন কর্তাদের দাবি, প্রশাসনের তরফ থেকে সোমবারের মধ্যেই সমস্যার সমাধান করলে মঙ্গলবার থেকে তারা রাস্তায় বাস নামাবে। তবে প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনও উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি।