নিজের বুথেই কংগ্রেস প্রার্থীর কাছে হারলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।মালদা জেলায় এখনও পর্যন্ত যা ট্রেন্ড,তাতে কংগ্রেস ও BJP-কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।কিন্তু তার মধ্যেই জেলায় একটি বুথে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল।আর সেই বুথ কোনও সাধারণ বুথ নয়,রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথ বলে পরিচিত।সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে ৭৩ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূল প্রার্থী৷মালদার কালিয়াচক- ১ব্লকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় বুথে জয় পেয়েছেন কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। কালিয়াচক- ১ব্লকের কালিয়াচক -১নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীর থেকে ৭৩ ভোট বেশি পেয়েছেন ওই কংগ্রেস প্রার্থী।
রবিবার মধ্যরাতে দলবল নিয়ে মালদহর মোথাবাড়িতে স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন,অভিযোগ কংগ্রেসের।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।শুধু তাই নয়,সাবিনা তাঁর নিরাপত্তারক্ষী সমেত কিভাবে স্ট্রং রুমের ভিতরে চলে গেলেন সেই নিয়েও একাধিক প্রশ্ন ওঠে।
বুথের ভোটার রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।পঞ্চায়েত নির্বাচনে সাবিনা এখানেই ভোট দিয়েছিলেন।আর সেখানেই পরাজিত হল তৃণমূল।আসন পাওয়ার নিরিখে এখনও পর্যন্ত জেলায় কংগ্রেস তৃতীয় স্থানে থাকলেও এই বুথের জয় অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে তাঁদের।
এই বিষয়ে কালিয়াচকের এক কংগ্রেস নেতা বলেছেন,‘এখানে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন,তাই তৃণমূল হেরেছে।শুধু এখানেই না,যেখানেই কংগ্রেস জিতেছে,মানুষের ভোটে জিতেছে।এই বুথটি রাজ্যের মন্ত্রীর।কিন্তু এখানে মন্ত্রী হওয়ার দুই বছর পরেও উনি কোনও কাজ করেননি।বিপদে মানুষের পাশে থাকেননি।তাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছেন’।এদিন কংগ্রেস কর্মীরা জয়ের পরেই উৎসবে মাতেন।মন্ত্রীর বুথে এই জয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস৷ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মালদা।কিন্তু ২০১১ সালের পর থেকে তা অনেকটাই ফিকে হয়ে আসে।২০১৯ সালের লোকসভা ভোটে দেখা যায় কংগ্রেসের কিছুটা ভোট ব্যাঙ্কে BJP-ও থাবা বসিয়েছে।যদিও নিজেদের শক্ত ঘাঁটি মালদহে এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভাল ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস।
আরও পড়ুন – কেষ্টর জেলায় প্রথম বার লড়েই বিপুল ভোটে জয় কাজলের
এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ১২৯ টি আসন দখল করেছে তাঁরা। যদিও মালদহতেও আসন জয়ের নিরিখে তৃণমূল এবং BJP-র পরেই রয়েছে কংগ্রেস৷