
দেশে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হিসাবে এখনও পর্যন্ত ভারতের মানুষের প্রথম পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। কিন্ত গত এক বছরে নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন কমেছে। সেখানে দাঁড়িয়ে জনপ্রয়তার নিরিখে অনেকটাই এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া টুডের এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ভারতবাসীর প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চতুর্থ স্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সমীক্ষায় উঠে এসেছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন দেশের ২৪ শতাংশ মানুষ। যেখানে গত বছর নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছিলেন ভারতের ৬৬ শতাংশ মানুষ। কিন্ত উল্লেখযোগ্য ভাবে এবছরের সমীক্ষায় দেখা যাচ্ছে কমে যাচ্ছে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। গত বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) ছিলেন সপ্তম স্থানে। সেখানে দাঁড়িয়ে এবছর তিনি উঠে এলেন চতুর্থ স্থানে। বিজেপি বিরোধী মুখ হিসাবে অরবিন্দ কেজরিওয়াল তালিকায় আগের বছর ছিলেন ষষ্ঠস্থানে, কিন্তু এবছর তিনিও উঠে এসেছেন চতুর্থ স্থানে।
আর ও খবর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T 20 World Cup) চূড়ান্ত সূচি ঘোষণা
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একাই রুখে দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের। বিজেপির হাইপ্রোফাইল নেতারা পশ্চিমবাংলার ভোটের প্রচারে গিয়ে বাংলায় ঝড় তুললেও ভোটবাক্সে কোনো প্রভাব ফেলতে পারেনি।
বিজেপি বিরোধী মুখ হিসাবে সারা দেশে কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমে যাওয়ার যে গ্রাম সমীক্ষায় উঠে আসছে তাতে চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের।
উল্লেখ্য, ইন্ডিয়া টুডের সমীক্ষায় উঠে এসেছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন দেশের ২৪ শতাংশ মানুষ। যেখানে গত বছর নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছিলেন ভারতের ৬৬ শতাংশ মানুষ। কিন্ত উল্লেখযোগ্য ভাবে এবছরের সমীক্ষায় দেখা যাচ্ছে কমে যাচ্ছে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। গত বছর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সপ্তম স্থানে।
সেখানে দাঁড়িয়ে এবছর তিনি উঠে এলেন চতুর্থ স্থানে। বিজেপি বিরোধী মুখ হিসাবে অরবিন্দ কেজরিওয়াল তালিকায় আগের বছর ছিলেন ষষ্ঠস্থানে, কিন্তু এবছর তিনিও উঠে এসেছেন চতুর্থ স্থানে। ফলে মোদীকে পিছনে ফেলে বিজেপি বিরোধী নেতা নেত্রীদের জনপ্রিয়তার হার যে বাড়ছে তা বোধহয় বলাইযায়।