বাংলায় মা-মাটি-মানুষের সরকার এসে সব করেছে, দাবি মমতার ’(Mamata)

বাংলায় মা-মাটি-মানুষের সরকার এসে সব করেছে, দাবি মমতার ’(Mamata)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
’(Mamata)
বাংলায় মা-মাটি-মানুষের সরকার এসে সব করেছে, দাবি মমতার ’(Mamata)
ছবি সংগহে সাইন টিভি

 

বাংলায় কিছুই ছিল না, মা-মাটি-মানুষের সরকার এসে সব করেছে’, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata)  বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে ছাত্রছাত্রীদের উন্নতিতে তৃণমূল সরকারের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা (Mamata)  বন্দ্যোপাধ্যায়।

 

তিনি (Mamata)  বলেন, ‘এর আগে রাজ্যে কিছুই ছিল না। মা-মাটি-মানুষের সরকার এসে সব করেছে। শিক্ষাক্ষেত্রে আমাদের সরকার আসার পর ১০ গুণ বেশি টাকা বরাদ্দ হয়েছে। আরও ২০ লক্ষ সাইকেল বিলি হবে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য। বিনা পয়সায় স্কুল ব্যাগ, জুতো, বই-খাতা দেওয়া হচ্ছে। সবুজ সাথী, কন্যাশ্রী, ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছি। সেই ঋণ শোধ করা যাবে ৪০ বছর পর্যন্তও। গতবছরের পাশাপাশি এ বছরও সুভাষচন্দ্র বসুর তরুণের বইয়ের নামে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব-স্মার্টফোন দেওয়া হবে। তিনি বলেন, রাজ্যে  আরও ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।’

 

আর ও পড়ুন    অভিনেত্রী সামান্থা আক্কিনেনির (Samantha Akkineni) বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছেয়ে গেছে চারিদিক

 

বাংলার ছেলে মেয়েদের   কর্মসংস্থান নিয়ে তিনি (Mamata)  বলেন, ‘রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য সরকার। বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষ মানুষের চাকরি হবে। ৬৮টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। পাশাপাশি দেড় হাজারের বেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি বাংলায় আসছে। তথ্য প্রযুক্তির সুফল সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ১৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে। উৎকর্ষ বাংলায় স্কিল দপ্তরে ৬ লক্ষ বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়েছি।’

 

 

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তৃণমূল সরকারের সমস্ত কর্মকাণ্ড থেকে প্রকল্প এদিন তুলে ধরেন তৃণমূল নেত্রী। এরই সঙ্গে ‘এর আগে কিছুই হয়নি’ বলে এদিন ৩৪ বছরের বাম সরকারকে তোপ দাগেন মমতা। তিনি সাফ জানিয়ে দেন, বাংলায় যা উন্নতি ঘটেছে তা মা মাটি মানুষের জমানাতেই ঘটেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top