বড় ঘোষণা, ভোটে নিহতদের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েতে দারুণ ফলের পরও কুৎসা সমালোচনার নিশানায় তৃণমূল কংগ্রেস (Trinamul Congress)। সেই নিয়ে এদিন নবান্নের সভাঘর থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘আমি কী দোষ করেছি। আমার অপরাধটা কোথায়?’ হতাশা-ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘আমি দোষ করলে, অপরাধ করলে শাস্তি দিন, কিন্তু এত কুৎসা! এত মিথ্যে! দোষ করলে মা-মাটি মানুষকে শাস্তি দিন মেনে নেব। কিন্তু মিথ্যে সহ্য করব না। যখন বিরোধী ছিলাম, তখন মেরে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এখন ক্ষমতায় এখন অ্যাটাক, সেই অপমান।’
পঞ্চায়েতে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পঞ্চায়েতের নোটিফিকেশ পর থেকে রাজ্যে সন্ত্রাসে মৃত মানুষদের পরিবারের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন – নাম ‘শান্তি’ , পঞ্চায়েত ভোটার ফলপ্রকাশের পরেই কবিতা লিখলেন মমতা,
আরও পড়ুন – রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের
এবিষয়ে বিজেপিকে (BJP) দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘যবে থেকে ক্ষমতায় বিজেপির (BJP) বিদ্বেষ মূলক আচরণ। কথায় কথায় আক্রমণ। ভায়োলেন্স ভায়োলেন্স করে গোটা দেশে আমাদের বদনাম করলেন। বাংলার বদনাম করলেন। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আনা হয়েছে। কথায় কথায় এজেন্সি। এভাবে দেশ চলে না। তবে তবুও বলব আপনাদের কুৎসা আমাদের আরও শক্তিশালী করেছে। শুধু কয়েকটা প্রাণ চলে গেল সেটাই দুঃখ।’ এখানেই শেষ নয়, অসম, মণিপুর ও উত্তরপ্রদেশের ঘটনায় কোথায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি প্রশ্ন তুললেন মমতা (Mamata Banerjee)।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Fcaebook পেজ এবং Youtube )