কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধরনা কর্মসূচির ঘোষণা মমতার

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধরনা কর্মসূচির ঘোষণা মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ অগাস্ট রাজ্যের প্রতি ব্লকে ধরনা কর্মসূচির ঘোষণা মমতার , কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৬ অগাস্ট ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ব্লকে বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

 

মূলত, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেই হবে এই প্রতিবাদী কর্মসূচি। রাজ্যের প্রতিটি ব্লকে ব্লক অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হবে। বেলা ১২টা থেকে ৪টে এই কর্মসূচি পালন করবে জেলা তৃণমূল নেতৃত্ব। ব্লকে ব্লকে ধরনা কর্মসূচির ডাক দেন তিনি। এদিন পুনরায় একবার একাধিক প্রকল্পে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘আমরা ১০০ দিনের কাজ ৫ বার প্রথম হয়েছি। সব রাজ্য কেন্দ্রীয় সরকারের টাকা পাচ্ছে, আমরা কেন পাব না আমরা নিজেরাই টাকা দিয়ে কাজ করছি।’

 

 

 

 

 

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, বর্তমান রাজ্য সরকারকে গত সরকারের ঋণের বোঝা বইতে হচ্ছে। তাঁর যুক্তি, এরপরেই একাধিক প্রকল্পের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে শীর্ষ স্থানে থাকে বাংলা। এরপরেও বাংলাকে একাধিক প্রকল্পে টাকা না দিয়ে বঞ্চনা করা হচ্ছে বলে মত তাঁর। কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গিয়ে রাজ্যের একাধিক প্রকল্প উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এমনকি একাধিক প্রকল্পের জন্য রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

 

 

আরও পড়ুন –   ‘ধনখড় এমন ছিলেন না’, রাজ্যপালের অধিকার নিয়ে প্রশ্ন তুলে সি ভি আনন্দ…

 

 

 

 

৫ অগাস্টের বদলে আগামী ৬ অগাস্ট এই কর্মসূচির কথা আজ, বুধবার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি নিয়ে আদালতে মামলা হয়েছিল। এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত জানায় কলকাতা হাইকোর্ট। এবার সেই কর্মসূচিকে নতুন করে ৬ অগাস্ট রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top