‘আর একবছর তো টিম-টিম করে জ্বলবি’, সভা থেকে বিজেপি সরকারকে কী বললেন মমতা ?

‘আর একবছর তো টিম-টিম করে জ্বলবি’, সভা থেকে বিজেপি সরকারকে কী বললেন মমতা ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘আর একবছর তো টিম-টিম করে জ্বলবি’, সভা থেকে বিজেপি সরকারকে কী বললেন মমতা ?দীঘার কর্মী সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারকে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও নানা ভাষায় কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি৷ এ বার লোকসভা ভোটের লড়াইয়ের এক বছর আগে দামামা বাজিয়ে দিলেন তিনি৷ ২০২৪-এ লোকসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত, তা জোরের সঙ্গে বললেন তৃণমূল সুপ্রিমো৷ তিনি নিশ্চিত ২০২৪ সালের নির্বাচনে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না৷ এ ছাড়াও মমতা তুলে আনেন নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ৷ সেখানেও তাঁর দলের একেবারে তৃণমূল স্তরের নেতাদের কী ভূমিকা ছিল, সে কথা বলেন তিনি৷

 

 

 

 

 

দীঘায় কর্মী সম্মেলন থেকে এ দিন শুরুতেই বুথ স্তরের কর্মী থেকে শুরু করে স্থানীয় নেতাদের পার্টি পরিচালনায় ভূমিকার কথা স্বীকার করেন মমতা৷ তিনি বলেন, একেবারে তৃণমূল স্তরের কর্মীদের ছাড়া পার্টি অচল৷ তার পর কথা সূত্রে গত বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিকা নিয়ে সমালোচনা করতে শুরু করেন৷

 

 

 

 

 

মমতা বলেন, ‘‘আমি আজও ভুলিনি, ‘দিদি ও দিদি’, ‘ইস বার, ২০০ পার।’ তার পরেই বিধানসভায় বিজেপির প্রাপ্ত কয়েকটি আসনকে ভোট লুট করে জেতা আসন বলে চিহ্নিত করেন মমতা৷ তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম-সহ যে কয়েকটি আসন জিতেছে বিজেপি, সেখানে ভোট লুঠ করেছে। আমরাও ছেড়ে কথা বলব না। সহ্য করা একটা ধর্ম। এই গদ্দারদের জন্য আমাদের ১, ০০০ ছেলে আজও জেলে আছে। এই গদ্দারদের খাইয়ে, দাইয়ে আমি বড় করেছি। মানুষের ঘরে যেমন কয়েকটা ভাল সন্তান জন্মায়, কয়েকটা কুলাঙ্গার জন্মায়। এরা হচ্ছে কুলাঙ্গার, গুন্ডাগিরি করে।’

 

 

 

 

আরও পড়ুন – বিহার থেকে গ্রেফতার হাওড়ায় রামনবমীর মিছিলে বন্দুকধারী যুবক, ছবি টুইট করেছিলেন অভিষেক

 

 

 

অর্থাৎ নাম না করে শুভেন্দু-সহ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ তার পরেই আগামী লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তিনি টেনে আনেন৷ বলেন, ‘আর এক বছর তো টিম টিম করে জ্বলবি। তারপর ভারত থেকে বিদায় নিবি। তখন কোথায় যাবি?’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top