স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, রাজ্যে ৫৬টি হাসপাতালে বেড বৃদ্ধি মমতার, একাধিক হাসপাতালে পদক্ষেপ

স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, রাজ্যে ৫৬টি হাসপাতালে বেড বৃদ্ধি মমতার, একাধিক হাসপাতালে পদক্ষেপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, রাজ্যে ৫৬টি হাসপাতালে বেড বৃদ্ধি মমতার, একাধিক হাসপাতালে পদক্ষেপ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আরও বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন জেলার ৫৬ হাসপাতালে বেড বাড়ান হচ্ছে। একইসঙ্গে এদিন মুর্শিদাবাদের দ্বারকা নদীর ওপরে একটি সেতুও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর ফলে ১ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি দমকল বিভাগেও নয়া প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যার বিভিন্ন জেলার ৫৬ হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট বাড়তি ওয়ার্ডের উদ্বোধন করা হয়। এই বাড়তি ওয়ার্ডগুলি তৈরি করা হয়েছে অতিমারীর মতো আপৎকালীন পরিস্থিতিতে রোগীকে আইসোলেশানে রাখার জন্য ও স্বাভাবিক পরিস্থিতিতে রোগীদর চিকিৎসার জন্য বাঁকুড়া,বসিরহাট,দক্ষিণ দিনাজপুর,দার্জিলিং, হুগলি,হাওড়া,মালদা,নদিয়া,উত্তর ২৪ পরগনা,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান ও পরুলিয়া।এই প্রকল্পে মোট খরচ ৫০ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গত,ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য দফতরের নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী।পালাবদলের ঠিক পরেপরেই বিভিন্ন সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটেও যেতে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল।বিভিন্ন সময় স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।এমনকী রাজ্যে চালু হয়েছে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে বারেবারেই কড়া অবস্থান নিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমনন্ত্রী জানান,স্বাস্থ্যসাথীর আওতায় দেড়লক্ষ মানুষকে দেড় হাজার কোটি টাকার বেশই মূল্যের ক্যানসার চিকিৎসা দেওয়া হয়েছে।এছাড়া সরকারি হাসপাতালে ক্যানসার রোগীদের জন্য ৯৪৬টি বেড,১০০ জন চিকিৎসকে নেওয়া হয়েছে ও ৫০০ জনকে আরও ট্রেনিং দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি বেশকিছু মেডিক্যাল কলেজে ক্যানসার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানান মমতা।

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –   মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানালেন শুভেন্দু

 

 

পাশাপাশি বেশ কিছু জেলায় ২৪ শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ-র উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তির এই হাইব্রিড এই সিসিইউ। কোচবিহারের দিনহাটা ও মাথাভাঙা,হুগলির শ্রীরামপুর,হাওড়ার উলুবেড়িয়া,মুর্শিদাবাদের কান্দি,মেদিনীপুরের খড়গপুর,দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর,মেটিয়াব্রুজ ও বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল,উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং দক্ষিণ ২৪ পরগানর বালুরঘাটে করা হল এই সিসিইউগুলি।প্রকল্পের মোট ব্যয় ১২.১২ কোটি টাকা।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top