শৃঙ্খলারক্ষার দায়িত্বে এবার শোভনদেব, শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন কারা? কী নির্দেশ দেওয়া হল তাঁদের? রাজ্যে ১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠন করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার দলীয় বিধায়কদের নির্দেশ দিলেন পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে যাতে কোনও অসুবিধা না হয়। সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের ডেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন পঞ্চায়েত বোর্ড গঠনে যেন অশান্তি না হয়। সব কয়টি জেলা পরিষদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে রাজ্যের শাসক দল। এমত অবস্থায়, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য এখনও ঝুলছে আদালতের নির্দেশের উপর। তার মধ্যেই ১৬ অগাস্টের মধ্যে সব জেলায় পঞ্চায়েত বোর্ড গঠন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
গত কয়েক মাস ধরে একাধিক বিধায়ক দলের বিরুদ্ধে মুখ খুলে অস্বস্তি বাড়িয়েছেন। মুর্শিদাবাদের হুমায়ুন কবীর থেকে শুরু করে দিনাজপুরের আব্দুল করিম চৌধুরী একাধিক ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনের আগে পরে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই বিষয়টি যে দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে কোনওভাবেই সহ্য করা হবে না, সেটা বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে এক সুতোয় বাঁধতে গড়ে দেওয়া হয় শৃঙ্খলা রক্ষা কমিটি।
তবে, এদিন বিধানসভায় মণিপুর ইস্যু নিয়ে তুলকালাম হয়। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোন জেলা পরিষদে কে জেলা সভাধিপতি বা জেলা সহ সভাধিপতি হবেন সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক নাম ঘোষণা হয়নি। একাধিক জেলায় জেলা সভাধিপতি কে হবেন তা নিয়ে দুটো তিনটে করে নাম ভাসছে।সেক্ষেত্রে দায়িত্ব বণ্টন নিয়ে যাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে কোনও বিরোধ সৃষ্টি না হয়,তার জন্য এদিন বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – রাজ্য বিধানসভার আসন বেড়ে হতে পারে ৪২২, তৈরি হবে নয়া ভবনও
পাশাপাশি,এদিন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের শৃঙ্খলিত করতে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়া হয়।জানানো হয়,এই শৃঙ্খলা কমিটির নেতৃত্ব দেবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কমিটির বাকি সদস্যরা হলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস,চন্দ্রিমা ভট্টাচার্য এবং বীরবাহা হাঁসদা।