আজ নবান্ন থেকে ১১০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আজ নবান্ন থেকে ১১০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ অক্টোবর, ২০২০ঃ এবারের পুজো উদ্বোধন হচ্ছে পুরোটাই ভার্চুয়ালি। গতকাল অর্থাৎ বুধবার ৬৯টি পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরও ১১০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি, সকলকে মাস্ক-স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো উপলক্ষে সেজে উঠেছে নবান্নের সভাঘর। শিউলি ফুল, প্রদীপ থেকে ঢাকি, পুজোর সমস্ত সামগ্রীই রয়েছে সেখানে। এসবের মাঝে দাঁড়িয়েই বৃহস্পতিবার ভারচুয়ালি পশ্চিম বর্ধমান, পূ্র্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শঙ্খ, কাঁসর বাজিয়ে দেবীকে আহ্বান জানান তিনি।বাদ যায়নি মধ্যমগ্রাম।মধ্যমগ্রাম দেবীগড় বিজলীপার্ক সার্ব্বজনিন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মন্ডপের দারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে।পূর্বঘোষিত বিকেল চারটের সময় মধ্যমগ্রামে এই পুজোর উদ্বোধন করে। এরপরে নবান্ন থেকে বীরভূমের সিউড়ির তিলপাড়া সম্মিলনী সমিতির দুর্গা পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে দুর্গাপুরের বেনাচিতি বাজারের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ৫৩ তম বর্ষের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন…মুর্শিদাবাদে ৪০ কেজি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য

অন্যদিকে, নবান্ন থেকে ভার্চুয়ালি ১১০ টি পুজোর উদ্বোধন করে সশরীরে দক্ষিণ কলকাতার আদি বালিগঞ্জ সার্বজনীন পুজো কমিটির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখান থেকে দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দির ও বোসপুকুর তালবাগানের পুজো উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top