Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
CBI তলব নিয়ে সোচ্চার মমতা

‘অভিষেকের মাধ্যমে মমতাকে রোখা যাবে না’, CBI তলব নিয়ে সোচ্চার মমতা

‘অভিষেকের মাধ্যমে মমতাকে রোখা যাবে না’, CBI তলব নিয়ে সোচ্চার মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘অভিষেকের মাধ্যমে মমতাকে রোখা যাবে না’, CBI তলব নিয়ে সোচ্চার মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CBI-এর নোটিশ দেওয়ার পর, তাঁর নবজোয়ার কর্মসূচির হাল ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। CBI তলবে সোমবারই তাকে কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। আর তাই বাঁকুড়ে থেকে কর্মসূচি থামিয়ে শুক্রবার রাতেই শহরে ফিরছেন তিনি। অভিষেকের জায়গায় ভার্চুয়ালি নবজোয়ার কর্মসূচির সভা করলেন মমতা।

 

 

 

 

 

 

এদিন নোটিশ পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক। মমতা বলেন, “নোটিশ পাওয়ার পর অভিষেকের সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। ওকে বললাম তুই সময় চেয়েনে। বাঁকুড়া, পুরুলিয়া সফর শেষ করে চলে আসতে পারিস। ও বলল না দিদি, আমি কালকেই যাব। ও আজ রাতে কলকাতা পৌঁছবে ১২টা-১টা নাগাদ। দু’টো দিন সময় দেবে না? দিন রাত ঘুমোতে পারছে না একটা ছেলে। পরিবার পরিজন ছেড়ে রাস্তায় পড়ে রয়েছে।”

 

 

 

 

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর আত্মীয় বলে আলাদা করে কোনও সুবিধা পায় না। এ প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একদিন তো আমরা চলে যাব, নতুনদের তো নিয়ে আসতেই হবে। ও আমার আত্মীয় বলে বেশি সুবিধা পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার মানুষের আত্মীয়। BJP নেতারা সারাক্ষণ ওর পিছনে লেগে আছে। আমরা বলেছি কোনও চিন্তা নেই এই নবজোয়ার কর্মসূচি আমরা সামলে নেব। আমরা BJP-র কথায় মাথা নত করব না। তোমরা যা ইচ্ছে করো। তর্জন গর্জন দিয়ে আমাদের থামানো যাবে না। যথক্ষণ না পর্যন্ত BJP-কে দিল্লির শাসন থেকে দূর করছি, ততদিন লড়াই সংগ্রাম থামছে না। চলছে চলবে।

 

 

 

 

এদিন নোটিশ পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক। মমতা বলেন, “নোটিশ পাওয়ার পর অভিষেকের সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। ওকে বললাম তুই সময় চেয়েনে। বাঁকুড়া, পুরুলিয়া সফর শেষ করে চলে আসতে পারিস। ও বলল না দিদি, আমি কালকেই যাব। ও আজ রাতে কলকাতা পৌঁছবে ১২টা-১টা নাগাদ। দু’টো দিন সময় দেবে না? দিন রাত ঘুমোতে পারছে না একটা ছেলে। পরিবার পরিজন ছেড়ে রাস্তায় পড়ে রয়েছে।”

 

 

 

 

কার্যত হুঁশিয়ারির সুরেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের কাজ করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। এটা অভিষেককে বলেছিলাম। আমিও জনসংযোগ করে এসেছি এভাবেই। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, ভাবিস না তুই চলে আয়। তোর হয়ে আমি ভার্চুয়ালি মিটিং করে দেব। যদি কেউ ভেবে থাকে অভিষেককে আটকে দিয়ে মমতাকে আটকে দেওয়া যাবে, ভুল ভাবছেন। ওর মিটিং আমি করে দেব। জেনে রাখুন আমি ভয় পাই না। দরকার হলে জেলায় আমি যাব। দেখি কার কত শক্তি।”

 

 

 

 

আরও পড়ুন –  জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের সমীক্ষাকে এলাহাবাদ হাইকোর্ট চ্যালেঞ্জের মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

 

 

 

 

কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে বিরোধী শক্তিকে হেনস্থার চেষ্টা করছে মোদী সরকার। ফের একবার এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা খুব ধমকায় চমকায়। ওরা ভাবে চোর অপবাদ দিয়ে বেরিয়ে যাবে। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। আমি ওকে বললাম, তোর ছোট দু’টো বাচ্চা আছে, ঘরে বউ আছে, বাবা-মা বৃদ্ধ। জীবনের ঝুঁকি নিয়ে এই ঝড় জলের মধ্যে থাকিস না। সাতদিনের জন্য এই কর্মসূচি বাতিল কর। কিন্তু, ও আমায় বলল, না দিদি আমি যখন দু’মাস করব বলেছি, তখন এই কর্মসূচি শেষ না করে আসব না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top