ফুরফুরা শরিফের চেয়ারম্যান পদে নতুন নাম,পদ থেকে সরানো হল ফিরহাদকে,

ফুরফুরা শরিফের চেয়ারম্যান পদে নতুন নাম,পদ থেকে সরানো হল ফিরহাদকে,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফুরফুরা শরিফের চেয়ারম্যান পদে নতুন নাম,পদ থেকে সরানো হল ফিরহাদকে,ঘনিষ্ঠ মহলে ফিরহাদ জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ফুরফুরা শরিফে সবসময় যেতে পারেন না তিনি। এবার তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে চেয়ারম্যান করা হল ফুরফুরা শরিফে। বুধবারই বিধায়ক ইমামদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চেয়ারম্যান বদলের সিদ্ধান্ত নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই এই দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ঘনিষ্ঠ মহলে ফিরহাদ জানিয়েছেন, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ফুরফুরা শরিফে সবসময় যেতে পারেন না তিনি, সে কারণেই এই রদবদল করা হয়েছে। সোমবারই মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তারপরই এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

আগামীকালই ফুরফুরা শরিফ যাচ্ছেন তপন দাশগুপ্ত (Tapan Dasgupta)। ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের সঙ্গে বৈঠক করবেন। যে রদবদলকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফুরফুরা শরিফের উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই যে কাজ হয়েছিল। সেই কাজ যাতে ত্বরানিত হয় তাই এই বদল বলে জানানো হলেও রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে অন্য কথা। তাঁদের বেশিরভাগেরই ভাবনায় সদ্য হয়ে যাওয়া সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi By Elelction) ফলাফলে তৃণমূলের সংখ্যালঘু অস্বস্তি সামনে আসার পর থেকেই বাড়তি উদ্যোগ নিতে শুরু করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

 

আরও পড়ুন – দিল্লির রাজপথে নেমে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

 

এদিকে, সংখ্যালঘুদের মধ্যে আরও ভালভাবে বললে ফুরফুরা শরিফের সঙ্গে সংখ্যালঘুদের কাছে পীরজাদা নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি ও দীর্ঘদিন তাঁর জেলে আটকে থাকা নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। তাঁদের ক্ষোভ ঠিক কোন কোন কারণে, তাঁদের বক্তব্য জানতে ও উন্নয়নের কাজ ভালভাবে চালাতেই ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে পদ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top