বাংলা জুড়ে অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ ঘোষণা মমতার

বাংলা জুড়ে অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ ঘোষণা মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাংলা জুড়ে অভাব-অভিযোগ শুনতে ‘সংযোগ যাত্রা’ ঘোষণা মমতার ,‘সংযোগ যাত্রা’য় রাজ্যের নানা প্রান্তে ঘুরে ঘুরে মানুষের অভাব-অভিযোগ শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকাকালীন তিনি করেছিলেন ‘জনসংযোগ যাত্রা’। এখন যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদলের সর্বময় নেত্রী, তখন তৃণমূলের পরবর্তী প্রজন্ম সেই পুরনো ধাঁচেই কর্মসূচি নিল। যা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, সারা বাংলা ঘুরে ‘সংযোগ যাত্রা’ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’মাস ধরে চলবে এই কর্মসূচি। মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শুনবেন তিনি।

 

 

 

 

তৃণমূলের অন্দরে অনেকেই বলছেন, এই ‘সংযোগ যাত্রা’ আদতে ‘জনসংযোগ যাত্রা’। এখনও সরকারের বিভিন্ন বিষয় অভিষেক পরিচালনা করেন। বিভিন্ন মন্ত্রীকে তিনি প্রয়োজনীয় নির্দেশও দেন। কিন্তু সরাসরি মানুষের দরজায় দরজায় গিয়ে যে জনসংযোগ, তা সে ভাবে এখনও অভিষেক করেননি। যা করেছিলেন মমতা নিজে। বিরোধী নেত্রী থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গোটা বাংলা সড়কপথে ঘুরেছিলেন তিনি। সেই সময় থেকেই রাজ্যের রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল তিনি। যে অভিজ্ঞতা পরবর্তী কালে তাঁর রাজনৈতিক এবং প্রশাসনিক কাজে লেগেছে। তৃণমূলের একটি অংশের মতে, অভিষেকও সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছেন। যাতে পরবর্তী কালে তাঁর প্রশাসনিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

 

 

 

 

 

 

বুধবার অভিষেকের ওই কর্মসূচির কথা ঘোষণা করতে গিয়ে মমতা জানান, ‘দুয়ারে সরকার’ বা ‘দিদির দূত’-এর মতো সরকারি প্রকল্প রাজ্যে চালু আছে। তার মাধ্যমে সাধারণ মানুষ সরকারি সাহায্য পেতে পারেন। মানুষের পাশে দাঁড়াতে একই রকম উদ্যোগ এ বার নেওয়া হচ্ছে দলের তরফেও। যার কাণ্ডারি হবেন অভিষেক। তিনি এবং দলের বাকি কর্মীরা মানুষের কাছে পৌঁছে যাবেন তাঁদের সমস্যার সমাধান করতে।

 

 

 

 

আরও পড়ুন –   কালো টাকা সাদা করেন শান্তনু, দাবি ইডির, সেই ইডিরই ‘প্রশংসা’ আইনজীবীর!

 

 

 

বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই তিনি জানান, দলের কর্মীদের নিয়ে আগামী দু’মাস অভিষেক সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসংযোগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৫ এপ্রিল থেকে সেই কর্মসূচি শুরু হবে। মানুষের কাছে পৌঁছবেন অভিষেক স্বয়ং। তাঁদের কোনও সমস্যা আছে কি না, সব সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কি না, কোথাও কোনও কাজ আটকে আছে কি না, তা শুনবেন অভিষেক। সেই অনুযায়ী সাহায্যের হাতও বাড়িয়ে দেবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top