‘চোখের আলো’ প্রকল্পের সাফল্য নিয়ে টুইট মমতার ,দু’বছরে ১০ লক্ষ ছানি অপারেশন, বিনামূল্যে ১৫ লক্ষ চশমা, জানালেন মুখ্যমন্ত্রী

‘চোখের আলো’ প্রকল্পের সাফল্য নিয়ে টুইট মমতার ,দু’বছরে ১০ লক্ষ ছানি অপারেশন, বিনামূল্যে ১৫ লক্ষ চশমা, জানালেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘চোখের আলো’ প্রকল্পের সাফল্য নিয়ে টুইট মমতার ,দু’বছরে ১০ লক্ষ ছানি অপারেশন, বিনামূল্যে ১৫ লক্ষ চশমা, জানালেন মুখ্যমন্ত্রী  , রাজ্য সরকারের ‘চোখের আলো’ প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শনিবার এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধে ২০২১ সালে এই প্রকল্প চালু করেছিল রাজ্য। চালু হওয়ার ২ বছরের মধ্যেই ভাল সাড়া মিলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

 

 

 

 

২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এই প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারবেন। এই প্রসঙ্গে সেই সময় মমতা (CM Mamata Banerjee) বলেছিলেন, ‘‘চোখের আলো নামে একটি প্রকল্প চালু করছি। এই প্রকল্পে আগামী ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এমনকি প্রয়োজন অনুসারে আমরা বিনামূল্যে চশমাও দেব।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা। সকলের জন্য চক্ষু-স্বাস্থ্য।’’ নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ— এই প্রকল্পের আওতায় সকলেরই চোখের চিকিৎসা করানোর কথা জানিয়েছিল রাজ্য সরকার।

 

 

 

 

আরও পড়ুন – রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টি ! চলবে কত দিন?

 

 

টুইটারে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানিয়েছেন, প্রকল্প চালুর পর থেকে ১০ লক্ষ মানুষের ছানি অপারেশন করানো হয়েছে। পাশাপাশি, ১৫ লক্ষ স্কুল পডুয়া এবং ৪৫ বছরের বেশি বয়সিদের বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। প্রকল্পের এই সাফল্যকে ‘দারুণ কৃতিত্ব’ বলে টুইটারে লিখেছেন মমতা। চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধে ২০২১ সালে ‘চোখের আলো’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। দু’বছরের মধ্যে এই প্রকল্পে ভাল সাড়া মিলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top