নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ অক্টোবর, ২০২০ : দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা পরেও মনীষ শুক্লার ডেড বডি না মেলায় ক্ষোভ ফেটে পরেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি । এন আর এস মেডিকেল কলেজে দীর্ঘক্ষণ বিক্ষোভ করতে দেখা গিয়েছিল বিজেপিকে।
সুত্রের খবর, বিজেপি নেতৃত্বেরা সাড়ে চারটে নাগাদ এন আর এস হাসপাতালের মরগে গেলে জানানো হলো মাল্টিপল ইনজুরি থাকার জন্য আরো একঘন্টা সময় লাগবে। এরপরেই ক্ষোভে ফেটে পরেন লকেট চৌধুরী। মনীষ শুক্লার খুনে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন… হাথরসের ঘটনায় দেশ জুড়ে ‘অবস্থান সত্যাগ্রহ’ ডাক কংগ্রেসের
একইসঙ্গে, পোস্ট মর্টেমও পুলিশ কারসাজী করছে বলে অভিযোগ এনেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি .