বিলাসবহুল গাড়ি থেকে নেমে রাস্তার পাশে রাখা ফুলের টব চুরি করে পালালেন!

বিলাসবহুল গাড়ি থেকে নেমে রাস্তার পাশে রাখা ফুলের টব চুরি করে পালালেন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিলাসবহুল গাড়ি থেকে নেমে রাস্তার পাশে রাখা ফুলের টব চুরি করে পালালেন! টব চুরির এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানার গুরুগ্রামে। জি ২০ শীর্ষ সম্মেলনের জন্য সাজিয়ে তোলা হয়েছে গুরুগ্রামে শঙ্করচকের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়ক। সৌন্দর্যায়নের জন্য রাস্তার দু’পাশে টব-সহ নানা রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। সেই টব চুরির ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই অভিযুক্তের তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি বছর পঞ্চাশের মনমোহন যাদব। গুরুগ্রামের গান্ধীনগর এলাকার বাসিন্দা তিনি। দিল্লি থেকে গুরুগ্রামে ফিরছিলেন মনমোহন। শঙ্করচকের কাছে রাস্তার পাশে থাকা ডালিয়া, গাঁদা-সহ একাধিক ফুলের টব দেখে গাড়িটিকে দাঁড় করান। তার পর গাড়ি থেকে নেমে বেশ কয়েকটি টব তুলে নিয়ে চলে যান। স্থানীয় এক বাসিন্দা এই চুরির ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।

 

 

গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘ়টনা। জি ২০ শীর্ষ সম্মেলনের মতো আন্তর্জাতিক আসর যে শহরে বসছে, তার আগে এই চুরির ঘটনায় গুরুগ্রাম এবং দেশের ভাবমূর্তিতে ছাপ ফেলবে।” ডেপুটি কমিশনার জানিয়েছেন, ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরির মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন – দোল মানেই নানা রঙের মেলা, রান্নাঘরের এই ৪ জিনিস দিয়ে তৈরি করুন..

 

একটি বিলাসবহুল গাড়ি থেকে নামলেন এক ব্যক্তি এবং তাঁর সঙ্গী। তার পর রাস্তার পাশে রাখা টব-সহ বেশ কয়েকটি ফুলের গাছ গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দিলেন। সৌন্দর্যায়নের জন্য রাস্তার দু’পাশে টব-সহ নানা রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। সেই টব চুরির ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই অভিযুক্তের তল্লাশি শুরু করে পুলিশ। ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি চুরির মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

 

(সব খবর, ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top