ট্রাফিক জ্যামে আটকে এক ব্যক্তি যা করলেন তা দেখে হেসে ফেললেন পুলিশ, দেখুন সেই ভিডিও ,এই বিশ্বটা তখনই সকলের কাছে সুন্দর হয়ে উঠতে পারে, যখন একে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় এমন নানাবিধ ভিডিয়ো আমাদের নজরে আসে, যখন একজনের চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করছেন অন্য কেউ। শুধু সোশ্যাল মাধ্যম কেন! আমাদের প্রতিদিনের যাতায়াতের পথেও এমন অনেক ঘটনা দেখে থাকি, যা আমাদের ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে।
তেমনই একটা ভিডিয়ো টুইটারে খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ট্রাফিক জ্যামে আটকে এক ব্যক্তি পুলিশের ছবি এঁকে ফেললেন। হ্যাঁ, সেই ট্রাফিক পুলিশ (Traffic Police), যিনি প্রচণ্ড দাবদাহে আমাদের পথ নিরাপত্তা নিশ্চিত করছেন। তাঁর কথা কতজনই বা ভাবি আমরা? এই ব্যক্তি তাঁর মুখে সামান্য হাসি ফোটাতে এঁকে ফেললেন একটা ছবি (Portrait)।
কেরালা পুলিশের তরফে তাদের টুইটার প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। শিমলাল নামের এক শিল্পী এই ছবিটি এঁকেছেন। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, ব্যস্ত রাস্তায় এক ট্রাফিক পুলিশ দিক নির্দেশনা করছেন। আর তখন খাতায় একজন তাঁরই ছবিটা আঁকছেন। ঠিক যে ভাবে তিনি রাস্তায় দিক নির্দেশনা করছিলেন, সেভাবেই আঁকা হল তাঁর ছবিটা। ছবির ঠিক নিচেই দেখা গেল, শিল্পীর স্বাক্ষর।
আরও পড়ুন – ভাঙ্গা চেয়ারের ভরসায় তপ্ত দুপুরে পেনশন তুলতে যাচ্ছে বৃদ্ধা
ছবিটা আঁকা হয়ে যেতেই শিল্পী তা নিয়ে গেলেন ওই ট্রাফিক পুলিশের কাছে। একগাল হাসি হেসে তিনি ধন্যবাদ জানালেন শিমলালকে। বুঝিয়ে দিলেন, তাঁর স্কেচ কতটা মনপসন্দ হয়েছে। তার থেকেও বড় কথা, কেউ যে একটা ট্রাফিক পুলিশের কথা ভেবে তাঁর ছবি এই গরমের মধ্যে রাস্তার ট্রাফিক জ্যামে ফেঁসে এঁকেছে, সেটাও যে বিরাট ব্যাপার।