ভয়ঙ্করকাণ্ড মালদায় ! বন্দুক হাতে মালদহের স্কুলে যুবক! সঙ্গে দু’বোতল অ্যাসিড, চাকুও, আতঙ্কে পড়ুয়ারা, ক্লাস চলছিল ক্লাসে স্কুলে ৭০ থেকে ৮০ জন পড়ুয়া ছিলেন।। চোখ ছিল ব্ল্যাক বোর্ডে আর মন দিয়ে শিক্ষকের কথা শুনছিল পড়ুয়ারা। আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ে এক যুবক। বন্দুক হাতে স্কুলে ঢুকে পড়লেন এক ব্যক্তি। হাতে বন্দুক। ট্রাউজার্সের তলায় রাখা চাকু। ক্লাসঘরে ঢুকেই শিক্ষকের জন্য রাখা টেবিলের উপর দু’টি অ্যাসিড ভর্তি বিয়ারের বোতল রাখেন। বুধবার মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। বেশ কিছু ক্ষণ পরে বন্দুকধারী ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পড়ুয়াদের। মালদহের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে স্কুলে ঢুকে পড়লেন এক যুবক। তাঁর ভয়ে চমকে ওঠে কচিকাঁচা পড়ুয়ারা। মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের ঘটনায় শোরগোল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে, মালদহ মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে এক যুবক ঢুকে পড়েন হঠাৎই। তাঁকে দেখে ভয়ে কুঁকড়ে যান কচিকাঁচারা। ওই ব্যক্তি বন্দুক উঁচিয়ে হুমকি দিতে শুরু করেন। ওই শ্রেণিকক্ষে সপ্তম শ্রেণির পড়ুয়ারা তাই দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বেশ কিছু ক্ষণ পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। শিউরে ওঠার মতো ঘটনা মালদার কালিয়াচকে। পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ততক্ষণে হাজির পুলিশও। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন – পুলিশকর্মীদের বেধড়ক মার কালিয়াগঞ্জে! ভাঙল হেলমেট, খাটের তলায় ঢুকে প্রাণভিক্ষা
আরও পড়ুন – ‘মমতার সরকার মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ’, কালিয়াচকের ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব…
ছেলে খুঁজে না পাওয়ার কারণেই সে বাধ্য হয়ে এই পন্থা নিয়েছে বলে দাবি করতে থাকে ওই যুবক। সেই যুবকের নাম পরিচয় এখনও জানতে পারা যায়নি। তবে স্থানীয় সূত্রে অনেকেই দাবি করছেন যে ওই যুবকের নাম রাজু বল্লভ। তবে তাঁর নাম নিয়ে এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। কী কারণে এই ঘটনা ঘটাল ওই ব্যক্তি, তা জানার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পড়ুয়াদের অভিভাবকরাও স্কুলের বাইরে ভিড় জমিয়েছেন। তবে জানা গিয়েছে পড়ুয়াদের কারও কোনও সমস্যা হয়নি।সকলেই অক্ষত অবস্থায় রয়েছে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )