নিউজ ডেস্ক, ২৮ অক্টোবর, ২০২০:এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর খবর, হরিয়ানার ফরিদাবাদের পর এবার দিল্লির দ্বারকার একটি শ্যুটআউটের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখা যাচ্ছে, হঠাৎই এক ব্যক্তিকে তাড়া করে এসে দু’ বার মাথায় গুলি করে এক আততায়ী৷সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরে ব্যক্তিটি। শুধু তাই নয়, এর পর মৃতের ছবিও মোবাইলে তুলে রেখেছে সে।
সূত্রের খবর, এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে গত ২২ অক্টোবরের৷ মৃত ব্যক্তির নাম বিকাশ মেহতা৷ ৩৫ বছরের বিকাশ দিল্লির মোহন গার্ডেন এলাকার বাসিন্দা৷ ইতিমধ্যেই খুনের অভিযোগে পবন গেহলট নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিকাশ মেহতা নামক ওই ব্যক্তিটি দৌড়ে পালানোর চেষ্টা করছেন৷এবং হঠাৎই খুব কাছ থেকে বিকাশকে গুলি করে ওই আততায়ী৷
আরও পড়ুন…শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে ভারতীয় মজদুর সংঘের প্রতিবাদ দিবস পালন
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক৷ প্রথমবার গুলি চালিয়ে ফিরে যেতেও গিয়েও ফের ঘুরে দাঁড়ায় আততায়ী৷ মৃত্যু নিশ্চিত করতে বিকাশের মাথা লক্ষ্য করে ফের গুলি চালায় সে৷ এর পর ফিরে যেতে গিয়েও আবারও পকেট থেকে মোবাইল বের করে মৃতের ছবি তোলে অভিযুক্ত৷সমগ্র ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।