দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মানস ভুইঁয়ার। রবিবার ইংরেজি নববর্ষের দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে । এই উপলক্ষ্যে শনিবার রাতে সবুজ আলো জ্বেলে , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি , দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফ্লেক্স লাগানো হয়।
রবিবার সকালে মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে উপস্থিত কর্মী সমর্থকদের কেক , মিষ্টি খাওয়ান মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ।
দলের জন্মদিন উপলক্ষ্যে এদিন সবং এর দশগ্রামে দলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া ।
পরে এখানে একটি সভায় তিনি জানান , গত ২৫ বছর ধরে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে আন্দোলন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে যে দল তার নাম তৃণমূল কংগ্রেস। তাই ২০১১ সালে মানুষের আশীর্বাদ নিয়ে বাংলায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা মা মাটি মানুষের সরকার নাম দিয়েছেন দলের নেত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক জনমুখী ও মানবিক প্রকল্পের আওতায় এনেছেন রাজ্যের প্রায় ৯ কোটি মানুষকে।
আরও পড়ুন – পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব
তাঁর সেসব প্রকল্পের কয়েকটি বিশ্ব মঞ্চে ও দেশের রাষ্ট্রপতির প্রশংসা কুড়িয়েছে। এদিনের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতার নাম না করে জানান , দলের মধ্যে কিছু বেইমান , গদ্দার ছিল। তাঁরা তাঁদের রাজনৈতিক পরিচয় থেকে মন্ত্রীত্ব সবকিছুই পেয়েছেন এই দল থেকে।
দলের নেতা কর্মীদের জানান , দল এখন আর শুধুমাত্র বাংলায় থেমে নেই। বিজেপি ও আরএসএসের আগ্রাসী সাম্প্রদায়িকতাকে রুখতে দেশের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করছে। তাই দলকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলের সহযোগিতা চাই। তিনি মনে করিয়ে দেন তৃণমূল বাড়া মানে মানুষের প্রাপ্তি বাড়া । এদিনের মিছিল ও সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গিতারানী ভুঁইয়া , সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স , যুব নেতা তরুণ মিশ্র সহ আরো অনেকে। আরও এগিয়ে