পুলিশের গাড়িতেই আহত মানিক, আদালত থেকে জেলে ফেরার পথে বিপত্তি l দুর্ঘটনায় জখম মানিক ভট্টাচার্য। আদালত থেকে জেলে ফেরার পথে আহত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। জানা গিয়েছে, পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষায় তিনি পড়ে যান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মুখে এবং বুকে চোট পেয়েছেন মানিক ভট্টাচার্য।
লন্ডনে তাঁর বাড়ি নেই। ২টি পাসপোর্টও নেই। যদি তা থাকে, তা হলে তাঁকে ফাঁসি দেওয়া হোক। মঙ্গলবার আদালত থেকে বেরোনোর পরও নিজের বক্তব্যে অনড় রইলেন মানিক ভট্টাচার্য। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। লন্ডনে বাড়ি এবং ২টি পাসপোর্ট নিয়ে আদালতেও এই কথা জানিয়েছিলেন মানিক। আদালত থেকে বেরিয়ে গ্রেফতারের পর এই প্রথম সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি।
মঙ্গলবার অর্থাৎ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মানিক। সেখানে তাঁকে কিছুটা মেজাজ হারাতেও দেখা যায়। সাংবাদিকদের লক্ষ্য করে প্রাথমিক পর্ষদ সভাপতি বলেছিলেন, ‘‘আমার লন্ডনে বাড়ি নেই, বাড়ি নেই, বাড়ি নেই।’’ তার পর আদালত চত্বর থেকেই তাঁকে নিয়ে পুলিশের গাড়ি রওনা হয় জেলের উদ্দেশে। তবে জেলে ঢোকার আগেই ঘটে বিপত্তি। পুলিশের গাড়িটি আচমকা ব্রেক কষায় ধাক্কা লাগে মানিকের। আঘাতও পান পলাশীপাড়ার বিধায়ক।
আরও পড়ুন – সরকারি ব্লাড ব্যাঙ্কে সক্রিয় দালাল চক্র? এক ইউনিট রক্তের দাম ৭০০ টাকা!
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ১১ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। তাঁকে গ্রেফতারের পর একাধিক তথ্য হাতে পাওয়া গিয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা। এই আবহে গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ মামলার শুনানিতে মানিক প্রসঙ্গে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন। বিচারপতি সিবিআইকে বলেছিলেন, মানিক সম্পর্কিত বেশ কিছু তথ্য তো তিনিই জানেন। সে সব সিবিআই তদন্তে উঠে আসছে না কেন? কী তথ্য, তার বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বিচারপতি কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সিবিআইকে। জিজ্ঞাসা করেছিলেন, ‘‘কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি। শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।’’
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )