বাবার মতোই প্রেসিডেন্সি জেলই ঠিকানা! মানিকের স্ত্রী এবং পুত্রকে জেল হেফাজতে রাখার নির্দেশ বিশেষ আদালতের, জেল হেফাজতে মা-ছেলে,নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত কক্ষে হাত জড় করে পরিবারকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। কিন্তু শেষ রক্ষা হল না। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র সৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিলেন ইডি (Ed) আদালতের বিচারক। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন মানিকের স্ত্রী ও ছেলে জামিনের আর্জি জানিয়েছিলেন আদালতে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। আদালত থেকে বের করে জেলে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। মানিক-পুত্র সৌভিককে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলে। সেখানেই রয়েছেন মানিক। আর মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর সংশোধনাগারে, যেখানে রয়েছে নিয়োগ মামলার এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhay)।
আরও পড়ুন – সৌরভ বাছলেন অভিনেতা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন?
বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক? দাবি ইডির, আদালতে ইডি-র দাবি, ২০১৭ সালে দু’-দু’বার লন্ডন যান সৌভিক। প্রথমবার ২ মে, দ্বিতীয়বার ৯ জুলাই। ইডি-র দাবি, বাড়িতে যাচ্ছেন বলে ভিসা-য় উল্লেখ করেছিলেন মানিক-পুত্র। যদিও ইডি-র কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। বিচারক জানতে চান, এর মানে কি আপনি বলতে চাইছেন, ব্রিটেনে বাড়ি রয়েছে? ইডি-র দাবি, বাড়ি না থাকলে, সৌভিক কীভাবে পারপাস অফ ভিজিট রেসিডেন্সিয়াল বলে অভিবাসন দফতরে জানান এবং কেন সেই তথ্য গোপন করা হয়েছিল? ইডি-র দাবি, মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আদালতে মানিক-পুত্রের আইনজীবী বলেন, কলকাতায় (Kolkata) থাকা সত্ত্বেও কেন লুক আউট সার্কুলার জারি করা হল? জবাবে ইডি-র (Ed) আইনজীবী জানান, লন্ডনে বাড়ি রয়েছে এবং সেই তথ্য গোপন করা হয় বলেই সৌভিকের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )