Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক?

বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক? দাবি ইডির

বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক? দাবি ইডির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক? দাবি ইডির,  আদালতে ইডি-র দাবি, ২০১৭ সালে দু’-দু’বার লন্ডন যান সৌভিক। প্রথমবার ২ মে, দ্বিতীয়বার ৯ জুলাই। ইডি-র দাবি, বাড়িতে যাচ্ছেন বলে ভিসা-য় উল্লেখ করেছিলেন মানিক-পুত্র। যদিও ইডি-র কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। বিচারক জানতে চান, এর মানে কি আপনি বলতে চাইছেন, ব্রিটেনে বাড়ি রয়েছে? ইডি-র দাবি, বাড়ি না থাকলে, সৌভিক কীভাবে পারপাস অফ ভিজিট রেসিডেন্সিয়াল বলে অভিবাসন দফতরে জানান এবং কেন সেই তথ্য গোপন করা হয়েছিল? ইডি-র দাবি, মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আদালতে মানিক-পুত্রের আইনজীবী বলেন, কলকাতায় থাকা সত্ত্বেও কেন লুক আউট সার্কুলার জারি করা হল? জবাবে ইডি-র আইনজীবী জানান, লন্ডনে বাড়ি রয়েছে এবং সেই তথ্য গোপন করা হয় বলেই সৌভিকের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়।

 

 

 

আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করে জামিন-আবেদনের শুনানি হয়। ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ও মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলেকে ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। এজলাসে বসে কথা বলছিলেন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। বিচারক তাঁদের উদ্দেশ্যে বলেন, এমন আচরণ করবেন না। আপনারা স্বাধীন নন। অনেক কথা বলছেন। এরকম করলে কলকাতা পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা করেন ইডি-র বিশেষ আদালতের বিচারক।

 

 

আরও পড়ুন – ‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ার…

তথ্য গোপনের অভিযোগ: কেন্দ্রীয় এজেন্সির দাবি, অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না। ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। প্রথমে লন্ডন-যাত্রার কথা গোপন করার চেষ্টা করেন। এরপর পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করা হলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন মানিক-পুত্র। পরে দাবি করেন, পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলেন। যদিও ইডি-র দাবি, অভিবাসন দফতরে রেসিডেন্সিয়াল পারপাসে লন্ডন-যাত্রার কথা জানিয়েছিলেন মানিক-পুত্র। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top