নিজস্ব সংবাদদাতা, ৫ অক্টোবর, ২০২০: এন আর এস হাসপাতাল থেকে বেরোলো মনীষ শুক্লা এর দেহ। ময়নাতদন্তের পর বের হয় দেহ। হাসপাতাল থেকে সরাসরি রাজভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে বিজেপি নেতার ব্যারাকপুরে নিয়ে যাওয়া হবে। সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে যাচ্ছেন অর্জুন সিং, লকেট চ্যাটার্জি।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় টিটাগড়ে খুন হয়েছেন অর্জুন ঘনিষ্ট বিজেপি নেতা মনীষ শুক্লা। সিসিটিভি ফুটেজ অনুযায়ী,রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতি এসে হঠাৎ ই মনীষ শুক্লার উপর আক্রমণ করে। টিটাগড় থানার সামনেই প্রকাশ্যে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করে খুন করা হয়েছে। বাইকে করে একদল দুষ্কৃতী এসে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। জানা গিয়েছে মাথা ও বুকে ৬টি গুলি লেগেছিল তাঁর।
গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পরেছিলেন। এরপরেই কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে মাঝ রাস্তাতেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।