জেলায় অক্সিজেন জোগাচ্ছেন মনোজ টিগ্গা, লক্ষ্য ৩৫ আসন, দু বারের বিধায়ক মনোজ টিজ্ঞা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাঁকেই চেয়ারে বসাল শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতি হওয়ার পর প্রথমবার দলীয় কার্যালয়ে গেলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক মনোজ টিজ্ঞা (Monoj Tigga)। সাংগঠনিক রদবদলের পর এবার আলিপুরদুয়ার জেলায় দলের রাশ নিজের হাতে নিলেন মনোজ (Monoj Tigga)। আলিপুরদুয়ারে বিজেপির (BJP) দফতরে তিনি পৌঁছতেই এদিন তিনি ভাসলেন কর্মীদের সম্বর্ধনায়। মনে করা হচ্ছে তিনি সভাপতি হওয়ায় বাড়তি অক্সিজেন পেলেন কর্মীরা।
এদিন দলীয় কর্মীদের দেখে মনে হয়েছে, মনোজকে (Monoj Tigga) পেয়েই অনেকটা স্বস্তিতে রয়েছেন তাঁরা। দু বারের বিধায়ক মনোজ টিজ্ঞা (Monoj Tigga)। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাঁকেই চেয়ারে বসাল শীর্ষ নেতৃত্ব। আবেগ প্রকাশ করে বিজেপি (BJP) নেতা জানিয়েছেন, এই পদে থেকে তিনি দলের জন্য কিছু করতে চাইছেন।
২০২৪ এ রাজ্যে ৩৫ টি আসন বিজেপি পাবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে। মনোজ টিজ্ঞা (Monoj Tigga) বলেন, ‘এটা ভোট হয়েছে? ভোট লুঠ হয়েছে।’
আরও পড়ুন – অভিষেককে কটাক্ষ করতে ‘পতিতা’ শব্দ লিখে ঘরে-বাইরে চাপের মুখে সেলিম,
আরও পড়ুন – হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য, কী ভাবে চলবে চিকিৎসা, জানাল মেডিক্যাল…
সোমবার জেলায় বিজেপির (BJP) দলীয় কার্যালয় ছিল ভিড়ে ঠাসা। আলিপুরদুয়ারের সংগঠনকে নতুন করে জায়গা করে দিতেই মনোজ টিজ্ঞা একেবারে উঠে পড়ে নামবেন। এদিন তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে। অন্যদিকে মনোজ (Monoj Tigga) আসার সঙ্গে সঙ্গে ক্ষমতা থেকে ছিটকে গেলেন ভূষণ মোদক। এবার পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হলেও মাত্র এক ভোটে হেরে গিয়েছেন।
আরও পড়ুন – এ বার ওয়েব সিরিজ়ে মিমি, সঙ্গে কি টোটা? টলিপাড়ার নতুন জল্পনা,
( সব খবর , ঠিক হবার ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)