সপ্তাহের মাঝেই বড় ভোগান্তির আশঙ্কা! ফের একাধিক লোকাল বাতিল শিয়ালদা শাখায়, গত সপ্তাহের শেষে সেতু সংস্কারের কাজ চলছিল দমদম-নৈহাটির মধ্যে। সে কারণে শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল একগুচ্ছ লোকাল ট্রেন।বর্ধমান স্টেশনে ওভার ব্রিজ ভাঙার কাজের জেরে বিগত কয়েকদিনে দফায় দফায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন (Local Train)। ভোগান্তি বেড়েছে মেন ও কর্ড লাইনের যাত্রীদের। সেই ভোগান্তির রেশ এখনও চলছে। এরইমধ্যে এবার ট্রেন বাতিল (Local Train Cancelled) হতে চলেছে শিয়ালদা (Sealdah) শাখাতেও। জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতেই জানানো হয়েছে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে বেশ কয়েক ঘণ্টার জন্য। সে কারণে বুধ ও বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদা-রানাঘাট লোকাল। এই দুদিনই ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার চলবে রানাঘাট অবধি।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল একগুচ্ছ লোকাল ট্রেন। সেতু সংস্কারের কাজ চলছিল দমদম-নৈহাটির মধ্যে। সে কারণেই ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ২২ ঘণ্টা শিয়ালদা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানোও হয়েছিল। বাতিলের খাতায় ছিল নৈহাটি, শান্তিপুর, কল্যাণী সীমান্তের মতো একাধিক আপ-ডাউন লোকাল।
আরও পড়ুন- একটা মাইক ও অটো ঘুরছে, তৃণমূল বলে কিছু নেই’, ত্রিপুরায় জোড়াফুলের সংগঠন…
একইসঙ্গে বৃহস্পতি ও শুক্রবার 13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস ডানকুনি দিয়ে চলবে ঘুরপথে। ঘুরপথে চলবে 13158 মুজাফফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস এবং 13160 জোগবানি-কলকাতা এক্সপ্রেস। সপ্তাহের মাঝেই কয়েকদিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের জন্য ফের যাত্রীদের বড় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। যদিও এর জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
(সব খবর,ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )