Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The Northern Alliance will fight to stop the Taliban, Massoud said

তালিবান সেনাদের আটকাতে লড়ে যাবে নর্দার্ন অ্যালায়েন্স বাহিনী, জানালেন মাসুদ ( Massoud )

তালিবান সেনাদের আটকাতে লড়ে যাবে নর্দার্ন অ্যালায়েন্স বাহিনী, জানালেন মাসুদ ( Massoud )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Massoud
তালিবান সেনাদের আটকাতে লড়ে যাবে  নর্দার্ন অ্যালায়েন্স বাহিনী, জানালেন মাসুদ  ( Massoud )
ছবি সংগ্রহে সাইন টিভি

 

পঞ্জশির পুরোপুরি দখল হয়ে গেছে বলে দাবি করেছে তালিবান। তবে তালিবানের ( Massoud ) এই দাবি মেনে নেয়নি   নর্দার্ন অ্যালায়েন্স বাহিনী।  পাশাপাশি যুদ্ধবিরতি নিয়েও দুই তরফে বিস্তর বিতর্ক দেখা দিয়েছে।

 

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আহমেদ মাসুদ ( Massoud )। কিন্তু সে প্রস্তাব নাকচ করেছে তালিবান। মাসুদের প্রস্তাবে ধারণা করা যায়, ক্রমশ কোণঠাসা হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। সংঘর্ষে এর মধ্যেই এনআরএফ-এর মুখপাত্র ফাহিম দাশতির মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে বাহিনীর চিফ কম্যান্ডার সালেহ মহম্মদ এবং আহমেদ শাহ মাসুদের ভাইপোরও।

 

আর ও পড়ুন    মাদকাসক্তদের দখলে রাতের এনজেপি প্লাটফর্ম ও ওভারব্রিজ ( overbridge )

 

রবিবার মাসুদ ( Massoud ) ফেসবুকে লেখেন, তালিবান যদি পঞ্জশির প্রদেশ থেকে সেনা সরিয়ে নেয় তবে এনআরএফ অস্ত্রবিরতির পথে হাঁটবে। তালিবান এমনিতেই উপত্যকার দখল নেওয়ার দাবি করেছে। তা মিথ্যে হলেও দখল নিতে আর বেশি দেরি নেই তা নর্দার্ন অ্যালায়েন্স নেতাদের মৃত্যুর খবরেই বোঝা যাচ্ছে। স্বভাবতই অস্ত্রবিরতি কিংবা সেনা সরানোর প্রস্তাব তালিবান বাতিল করবেই।

 

তবে ভাঙার আগে মচকাতে চান না মাসুদও। এক অডিও বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, পঞ্জশিরে এখনও এনআরএফ বাহিনী রয়েছে এবং তারা তালিবান সেনাদের আটকাতে লড়ে যাবে। অর্থাৎ, পঞ্জশির পুরোপুরি দখল নেওয়ার তালিবানের দাবি সত্যি নাও হতে পারে।

 

উল্লেখ্য, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আহমেদ মাসুদ ( Massoud )। কিন্তু সে প্রস্তাব নাকচ করেছে তালিবান। মাসুদের প্রস্তাবে ধারণা করা যায়, ক্রমশ কোণঠাসা হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। সংঘর্ষে এর মধ্যেই এনআরএফ-এর মুখপাত্র ফাহিম দাশতির মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যু হয়েছে বাহিনীর চিফ কম্যান্ডার সালেহ মহম্মদ এবং আহমেদ শাহ মাসুদের ভাইপোরও।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top