নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৬ অক্টোবর, ২০২০:চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। মঙ্গলবার বহরমপুর থানার একটি বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রসূতির মৃত্যুর খবর পেতেই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পরেন মৃতের পরিবার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতিতে খতিয়ে দেখছে।
২২ বছরের মৃত ওই প্রসুতির নাম বিপাসা মন্ডল। মৃতার পরিবারের অভিযোগ সোমবার সন্তান সম্ভবা অবস্থায় বিপাসাকে হাসপাতালে ভর্তি করার পর সন্তানের জন্ম দেয় সে। তারপর থেকেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
আরও পড়ুন… ছুটি কাজে লাগিয়ে বাচ্চার সু অভ্যাস করান
চিকিৎসককে বারবার অনুরোধ করা হলেও চিকিৎসক রোগীর ঠিক মতো চিকিৎসা করেনি বলে অভিযোগ। মৃতার পরিবারের লোকের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে প্রসূতির।