শিলিগুড়ি শহরে বেআইনি নির্মিয়মানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়র গৌতম দেবের

শিলিগুড়ি শহরে বেআইনি নির্মিয়মানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়র গৌতম দেবের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়ি শহরে বেআইনি নির্মিয়মানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়র গৌতম দেবের। আর সময় ধ্যার্য নয়,বেআইনী নির্মিয়মানে সোজা চলবে বুল ডোজার। শনিবার শিলিগুড়ি পুরনিগমে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র গৌতম দেব দপ্তরিয় অধিকারিকদের সাফ জানিয়ে দেন এত দেরি কেন হচ্ছে। বেআইনী নির্মাণ যতটুকু করেছে ভেঙে দিন। এদিন অভিযোগ উঠে আসা বেআইনি নির্মাণ সংলগ্ন এলাকা সত্ত্বর খোদ পরিদর্শনের কথাও জানান মেয়র। শিলিগুড়ি পুরনিগমের ৪৭নাম্বার ওয়ার্ডে নিরু পাল নামে এক মহিলা তার পৈত্রিক ভিটেতে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ জানান।

 

মহিলা জানান আদালতের স্থগিতাদেশ জারির পরও বহাল তবিয়তে চলছে কাজ।এরপরই মেয়র পুর আধিকারিকদের জানান আজকেই লোক পাঠান, আদালতের মামলার অবস্থান দেখে।যতটুকু নির্মাণ কাজ হয়েছে ভেঙে দিন। নিজে সশরীরে এলাকায় গিয়ে পরিদর্শন করবেন বলেও মহিলাকে আশ্বস্ত করেন মেয়র।এরপরই ফের শিলিগুড়ি নিবাসী অমৃত কুমার সাহা পুরনিগমের ৩নাম্বার ওয়ার্ডে গুরুং বস্তি রাম নারায়ণ মাঠ সংলগ্ন এলাকায় বেআইনী নির্মাণের অভিযোগ তোলেন। তার অভিযোগ রোহিত শর্মা নামে এক ব্যক্তি কোনরকম প্ল্যানপাশ ছাড়াই দোতলা নির্মীয়মান গড়ে জানান। একই সঙ্গে এদিন হায়দার পাড়া সুমতি পাল প্ল্যান পাশ ছাড়া বহুতল গড়ে তোলার অভিযোগ উঠে আসে টক টু মেয়রে।

 

মেয়র প্রত্যেককে আশস্ত করে বলেন পুরনিগমের কর্মী ও আধিকারিকদের পাঠিয়ে বিষয়টি দেখার পাশাপাশি নিজে এলাকা পরিদর্শন করবেন বলে জানান। তবে বেশ কিছুদিন ধরে বেআইনী নির্মাণের অভিযোগ গুলি এলেও হাতে কলমে তার কাজ না করায় দপ্তরিয় অধিকারীদের ওপর অসন্তোষ জাহির করেন মেয়র। আধিকারিকদের ভূমিকায় উষ্মা প্রকাশ করে এদিন মেয়র বলেন কেন এত বিলম্ব হচ্ছে, বারবার বলে যাচ্ছি কেন সেটা করা হচ্ছে না।

আরও পড়ুন – প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতরেই বড়সড় কেলেঙ্কারি ফাঁস!

আদালতের মামলার অবস্থান ও নির্দেশ দেখে বেআইনী নির্মাণ যতটুকু হয়েছে ভেঙে দিন। প্রয়োজনে পুরনিগমের আধিকারিকদের সঙ্গে পুলিশকে নিয়ে কাজটা বন্ধ করুন। এছাড়াও রাস্তার ওপরে উঠে আসা শিলিগুড়ি থানার বিল্ডিংয়ের কিছু অংশ সেটা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। নিকাশি রাস্তা চওড়া করা হোক।গান্ধী ময়দান নাগরিক পরিসেবার কাজের জন্য বিকল্প জমি সংগ্রহের বিষয়েও জোর আরোপের কথা বলেন।মেয়র পুরনিগমের পড়ে থাকা গুচ্ছের কাজের গুরুত্ব বুঝে তালিকা তৈরীর নির্দেশও দেন তিনি।আধিকারিকদের মেয়রের নির্দেশ এক দুই তিন করে গুরুত্বের ভিত্তিতে তালিকা গড়ে পেশ করুন। বেআইনি নির্মিয়মানের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top