কোতোয়ালী থানার পুলিশের উদ্যোগে মেদিনীপুরে ( Medinipur) পালিত হল রাখি বন্ধন উৎসব

কোতোয়ালী থানার পুলিশের উদ্যোগে মেদিনীপুরে ( Medinipur) পালিত হল রাখি বন্ধন উৎসব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Medinipur
কোতোয়ালী থানার পুলিশের উদ্যোগে মেদিনীপুরে( Medinipur)  পালিত হল রাখি বন্ধন উৎসব
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কোতয়ালী থানার পুলিশ এর উদ্যোগে রবিবার সম্প্রীতির বন্ধন হিসেবে রাখী বন্ধন উৎসব পালন করা হলো মেদিনীপুর ( Medinipur) শহরের গোলকুঁয়া চকে । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , বিধায়ক দীনেন রায় , বিধায়ক অজিত মাইতি , জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা , মেদিনীপুর ( Medinipur) পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সৌমেন খান সহ আরো অনেকে।

 

ওই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা । সম্প্রীতির বন্ধন ও ভাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে রবিবার রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় বলে জানানো হয় ।অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর ( Medinipur) জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু।

 

আর ও  পড়ুন      ভারত-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh border) জওয়ানের নিয়ে রাখী উৎসব 

 

তাই পুলিশ সারা বছর ধরে সমাজসেবামূলক কাজ করে। তাই পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান ।তিনি বলেন রাখিবন্ধন উৎসব হল সম্প্রীতি উৎসব। যাতে ভাতৃত্বের বন্ধন অটুট থাকে তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের হাতে রাখি পরিয়ে দিয়েছেন পুলিশকর্মীরা। তিনি পুলিশের এই উদ্যোগ কে স্বাগত জানান।

 

বিধায়ক দিনেন রায় বলেন প্রতিবছর পুলিশের উদ্যোগে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় ।তাই এ বছরও পুলিশের পক্ষ থেকে করোনা পরিস্থিতি হওয়া সত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ প্রশাসন। তিনি পুলিশ কর্মীদের পাশে সকলকে থাকার জন্য আহ্বান জানান।

 

তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন পুলিশ সমাজের শত্রু নয় সমাজের বন্ধু ।তা এখন মানুষ বুঝতে পারছে ।আগে মানুষ পুলিশের কাছে যেতে ভয় করত এখন পুলিশের পাশে দাঁড়িয়ে কথা বলছে পুলিশকে সহায়তা করছে। তাই তিনি যে কোন কাজে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আহ্বান জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top