রক্ষণাবেক্ষণের জন্য রবিবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল ট্রেন

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল ট্রেন, দেশ জুড়ে পরিষেবা দেয় ভারতীয় রেল। হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় চলা ট্রেন এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। এই জটিল পরিষেবা মসৃণ ভাবে পরিচালনার জন্য রেল চলাচল ব্যবস্থার রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। ‘ট্র্যাফিক অ্যান্ড পাওয়ার ব্লক’ করে রক্ষণাবেক্ষণের কাজ সারে রেল। সে সময় ওই রুটে যাতায়াতকারী ট্রেন চলাচল বন্ধ থাকে। ৬ অগস্ট রবিবার হাওড়া ডিভিশনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি রুটের কয়েকটি ট্রেনের সময়সূচির বদল করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে বাতিল ট্রেনের তালিকা দিয়েছে পূর্ব রেল। রেললাইন, সিগন্যাল ব্যবস্থা, ওভারহেডের বিদ্যুতিক তারের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল থাকবে ট্রেনগুলি।

 

 

 

 

রাধিকাপুর, রামপুরহাট, বর্ধমান, কাটোয়া, শিয়ালদহ থেকে ছাড়া ট্রেনের সময়ের পরিবর্তন করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –   নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর দিকে হাত বাড়াচ্ছেন মমতা, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

 

 

আরও পড়ুন –  নতুন মোড়কে সেজে উঠছে ৫০৮টি রেল স্টেশন, কেমন হবে সেই সজ্জা,

 

 

রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে এই ট্রেনগুলি- 36033, 36825, 36827, 37827, 37231, 37233, 37235, 37611, 37237, 37239, 37915

বর্ধমান থেকে- 36840, 36842, 37836, ০৩৫১৯

ব্যান্ডেল থেকে- 37749, 37536, 37538, 37242, 37244, 37246, 37248, 37252

নৈহাটি থেকে- 37535, 37537

কাটোয়া থেকে- 37748, 37924, 03095, 03097

আজিমগঞ্জ থেকে- 03096, 03098

এ ছাড়াও একটি পান্ডুয়া লোকাল, চন্দনপুর লোকাল বাতিল থাকবে। আসানসোল থেকে বাতিল থাকবে 03518।

 

 

 

‘ট্র্যাফিক অ্যান্ড পাওয়ার ব্লক’ করে রক্ষণাবেক্ষণের কাজ সারে রেল। সে সময় ওই রুটে যাতায়াতকারী ট্রেন চলাচল বন্ধ থাকে। ৬ অগস্ট রবিবার হাওড়া ডিভিশনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

 

 

 

আরও পড়ুন –   ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল, নির্দেশ সুপ্রিম…

 

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top