চিরপ্রতিদ্বন্দ্বী Messi-Ramos একসঙ্গে, এমনটা কোনও দিনো ভেবেছিলেন কেউ!

চিরপ্রতিদ্বন্দ্বী Messi-Ramos একসঙ্গে, এমনটা কোনও দিনো ভেবেছিলেন কেউ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Messi-Ramos
চিরপ্রতিদ্বন্দ্বী Messi-Ramos একসঙ্গে, এমনটা কোনও দিনো ভেবেছিলেন কেউ!
ছবি সংগ্রহে সাইন টিভি

সাইন টিভি ডেস্কঃ  চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও সার্জিও রামোস (Messi-Ramos)। একজন ছিলেন রিয়াল মাদ্রিদের নেতৃত্বে, আরেকজন নেতৃত্ব দিয়েছেন বার্সেলোনাকে। সময়ের পরিবর্তনে দুজনই এখন এক ক্লাবের সতীর্থ। পিএসজির জার্সি গায়ে জড়িয়ে আগামী ১৫ আগস্ট থেকে মাঠ মাতাবেন দুজন (Messi-Ramos)।

আরও পড়ুন- অলিম্পিকসে ভারতীয় হকি দলের পরাজয় নিয়ে টুইট করলেন মোদী, জেনে নিন কি বললেন প্রধানমন্ত্রী

মেসি-রামোসকে একসঙ্গে দেখাটা ভক্তদের কাছে যেমন অবিশ্বাস্য, ঠিক তেমন অবিশ্বাস্য ঠেকেছে দুই তারকার কাছেও। লিওকে প্যারিসে স্বাগতম জানিয়ে রামোস তো বলেই দিলেন, এমনটা (Messi-Ramos একসঙ্গে) কি কেউ আগে ভেবেছে? পিএসজির সঙ্গে মেসির চুক্তির পর নিয়ে প্রথম কোনো মন্তব্য করেছেন রামোস। টুইটারে নিজেদের পিএসজি জার্সির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কে এমনটা ভেবেছিল, তাই না লিও?’ এরপর স্বাগত জানিয়েছে লিখেছেন, ‘আসার জন্য স্বাগতম’।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

দুই বছরের চুক্তিতে প্যারিসে পাড়ি দিয়েছেন মেসি। প্যারিসে পা রেখে গতকাল বুধবার পিএসজিতে প্রথম সংবাদ সম্মেলনে দরুণ সব আশাবাদের কথা শোনান মেসি। আর্জেন্টাইন তারকা বলেন, ‘পিএসজি এই মৌসুমে দুর্দান্ত কিছু খেলোয়াড় দলে এনেছে।

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

গত কয়েক বছর চ্যাম্পিয়নস লিগ জেতার ক্ষেত্রে অনেকদূর এগিয়েছিল তারা। আমি এই ক্লাবে এসেছি এই লক্ষ্য নিয়েই। নিজের সেরাটা দিয়ে আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব। আমার লক্ষ্য আরেকটা চ্যাম্পিয়নস লিগ জয়,

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top