
এবার থেকে সাপ্তাহিক ছুটির দিন রবিবারেও মিলবে শহর কলকাতায় (Kolkata) মেট্রো (Metro) পরিষেবা। আগামী ২৯ আগস্ট থেকে মেট্রোর এই পরিষেবা শুরু হবে। তবে সাধারণ যাত্রীরা নন, আপাতত জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই ছুটির দিনে মেট্রোয় চড়ার সুযোগ পাবেন।
পাশাপাশি , শনিবারও বাড়ছে মেট্রোর (Metro) সংখ্যা। ওইদিনও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই মেট্রোয় চড়তে পারেন। তবে ওইদিন সাধারণ যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ৩৮টি করে মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১০ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা। পাশাপাশি শনিবারও বাড়ছে মেট্রো (Metro) পরিষেবা। ১৭২টি স্পেশাল মেট্রো চলবে ওইদিন। পাওয়া যাবে আট মিনিটের ব্যবধানে।
তবে ওই দু’দিনই সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন। কবে থেকে সাধারণ মানুষ শনি এবং রবিবার মেট্রো পরিষেবা পাবেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
আর ও পড়ুন কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)
সাধারণ মানুষের কথা মাথায় রেখে এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি রাজ্যে। ১৬ আগস্ট থেকে নয়া বিধি কার্যকর হয়েছে। সে কারণেই শেষ মেট্রোর সময়সীমাও বাড়ানো হয়েছে আগেই। বর্তমানে শেষ মেট্রো রাত ন’টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবার রবিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। তবে এখনই টোকেন পরিষেবা চালু হচ্ছে না। স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে যাত্রীদের।
উল্লেখ্য, কলকাতার মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ৩৮টি করে মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১০ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা। পাশাপাশি শনিবারও বাড়ছে মেট্রো (Metro) পরিষেবা।
১৭২টি স্পেশাল মেট্রো চলবে ওইদিন। পাওয়া যাবে আট মিনিটের ব্যবধানে। শনিবারও বাড়ছে মেট্রোর (Metro) সংখ্যা। ওইদিনও কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যাক্তিরাই মেট্রোয় চড়তে পারেন। তবে ওইদিন সাধারণ যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন।