
রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই ( Metro ) নিয়ন্ত্রণে। কলকাতাতেও করোনা সংক্রমণের পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। এই পরিস্থিতিতেই কলকাতায় আরও বাড়ল মেট্রোর সংখ্যা। তার সঙ্গে বাড়ানো হল পরিষেবার সময়ও।
কলকাতা মেট্রো ( Metro ) রেল সুত্রে জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রাত ৯টার বদলে সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে। অর্থাৎ কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। এবার থেকে আরও ৬টি মেট্রো বেশি চলবে।
আর ও পড়ুন উত্তরপ্রদেশ ( Uttarpradesh ) নির্বাচনের আগে আসাদউদ্দিন ওয়াইসির বড় বাজি কী?
কলকাতা মেট্রো ( Metro ) ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, এমনিতেই অফিস যাত্রী মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিদিন আড়াই লক্ষ যাত্রী হচ্ছে। অন্যদিকে পুজোর কেনাকাটার জন্য মানুষ রাস্তায় বের হবেন। আর সেই সমস্ত বিষয়গুলির ওপর চিন্তা করেই যাতে অতিরিক্ত ভিড় না হয় সেই জন্যই মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়ানো হচ্ছে। এই অতিরিক্ত মেট্রো সকাল এবং বিকালে চালানোর পরিকল্পনা রয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, মেট্রোর সংখ্যা বাড়ানোর ফলে একদিকে যেমন বেশ কিছুটা ভিড়ে লাগাম দেওয়া যাবে অন্যদিকে মেট্রোর পরিষেবার সময় বাড়ানোর ফলে অনেক অফিস যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে। সোমবার থেকে আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো। তবে শনি ও রবিবার কেবল স্টাফ স্পেশাল মেট্রোই চলবে।
কলকাতা মেট্রো ( Metro ) রেল সুত্রে জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রাত ৯টার বদলে সাড়ে ৯টায় শেষ মেট্রো ছাড়বে। অর্থাৎ কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। এবার থেকে আরও ৬টি মেট্রো বেশি চলবে।
কলকাতা মেট্রো ( Metro ) ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, এমনিতেই অফিস যাত্রী মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিদিন আড়াই লক্ষ যাত্রী হচ্ছে। অন্যদিকে পুজোর কেনাকাটার জন্য মানুষ রাস্তায় বের হবেন। আর সেই সমস্ত বিষয়গুলির ওপর চিন্তা করেই যাতে অতিরিক্ত ভিড় না হয় সেই জন্যই মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়ানো হচ্ছে। এই অতিরিক্ত মেট্রো সকাল এবং বিকালে চালানোর পরিকল্পনা রয়েছে।
মেট্রোর সংখ্যা বাড়ানোর ফলে একদিকে যেমন বেশ কিছুটা ভিড়ে লাগাম দেওয়া যাবে অন্যদিকে মেট্রোর পরিষেবার সময় বাড়ানোর ফলে অনেক অফিস যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে। সোমবার থেকে আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো। তবে শনি ও রবিবার কেবল স্টাফ স্পেশাল মেট্রোই চলবে।